নিজস্ব প্রতিনিধি॥
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের প্রার্থী যাছা-বাছাই কার্যক্রমের লক্ষে বর্ধিত সভা শুরু হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদে ১২জনের নাম প্রস্তাব-সমর্থন করা হয়।
প্রস্তাব সমর্থিত নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলো- ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিলিটারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী ওয়ালি উল্যাহ, আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, আ’লীগ নেতা আলী আহমেদ ভুইয়া, আবুল কাসেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রবীন আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা শাহআলম বাবুল, সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহমদ খসরু, জেলা আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী মো. জসিমউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, পৌর যুবলীগের আহবায়ক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ সফিুকুর রহমান মীর, মাহফুজুর রহমান ইউছুফ, গিয়াসউদ্দিন বাচ্চু, খোরশেদ আলম বকাউ, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি প্রমূখ।