ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

  • আপডেট: ০৩:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ৪৫

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে নুর নাহার বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন টিটব ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে। নুর নাহার বেগম তার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, টিটব রাতে নুর নাহারের সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে নুর নাহারকে বাড়ির দরজায় হাতে দা নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে টিটবের রক্তাক্ত লাশ উদ্ধার এবং নুর নাহারকে আটক করে।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে পুলিশ একাধিক বার গ্রেফতারও করেছিল। শনিবার রাতে সে মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তাকে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে-ইঞ্জি. মমিনুল হক

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

আপডেট: ০৩:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে নুর নাহার বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পণ্ডিতেরহাট পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফরহাদ হোসেন টিটব ওই এলাকার বেলায়েত হোসেনের ছেলে। নুর নাহার বেগম তার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, টিটব রাতে নুর নাহারের সঙ্গে একই ঘরে ছিলেন। সকালে নুর নাহারকে বাড়ির দরজায় হাতে দা নিয়ে বসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে টিটবের রক্তাক্ত লাশ উদ্ধার এবং নুর নাহারকে আটক করে।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, টিটব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে পুলিশ একাধিক বার গ্রেফতারও করেছিল। শনিবার রাতে সে মাদক সেবন করে ঘরে এসে স্ত্রীকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত অবস্থায় তাকে তার স্ত্রী কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।