টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে কাল মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এরইমধ্যে এই ম্যাচ ঘিরে ক্রিকেট ভক্তদের মধ্যে বাড়ছে উত্তেজনা-উন্মাদনা। বিশ্বকাপ শুরুর আগে থেকেই একে অন্যের দিকে হুঙ্কার ছুড়ে সম্মুখযুদ্ধের পূর্বাভাষ দিয়েছে দুই দলই।
তবে এবারের বিশ্বকাপে ফেভারিটের তালিকায় ভারতকে এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। বিরাট কোহলির দলকে শিরোপার বড় দাবিদার মনে করছেন তিনি। আর জসপ্রিত বুমরাকে বিশ্বকাপের সেরা বলার মানছেন পাক পেসার মোহাম্মদ আমির। এদিকে সমীকরণে এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৫টি ম্যাচ হারলেও ক্রিকেটের ছোট ফরম্যাটে বরাবরই শক্তিশালী দল পাকিস্তান। ব্যাটিং, বোলিংয়ে তরুণদের কাজে লাগিয়ে জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে চায় বাবর বাহিনী। আর চার বছর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা হারার ক্ষত ভুলে শুভ সূচনা করেই বিশ্বকাপ মিশন শুরু করতে মরিয়া কোহলি বাহিনী। বিশ্বকাপে ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, দীপক চাহার। বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, শোহাইব মকসুদ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি, শাহীন শাহ আফ্রিদি। স্ট্যান্ডবাই: খুশদিল শাহ, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।