নামিবিয়াকে সহজেই হারাল শ্রীলংকা

  • আপডেট: ১০:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • ৩০

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছে নামিবিয়া। লঙ্কান বোলারদের চাপে নামিয়ার দলীয় ৯৬ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া।

৯৭ রানের মামুলী টার্গেট ৩৯ বল বাকি থাকতেই পূরণ করে ফেলেছে শ্রীলংকা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।

এই সহজ লক্ষ্যের তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা।

দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে ১১ ও ৫ রানে আউট হয়ে যান কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা।

৬ষ্ঠ ওভারে দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন স্মিথ। এ সময় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬ রান।

এমন বোলিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন নামিবিয়ান বোলাররা।

কিন্তু আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় শ্রীলংকা।

ভানুকা রাজাপাকসে রীতিমতো ঝড় তোলেন। ৪ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে করেন ৪২ রান।

অন্যদিকে ২ ছক্কার মারে ফার্নান্দো করেন ২৮ বলে ৩০ রান।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নামিবিয়া।

Tag :
সর্বাধিক পঠিত

গণতান্ত্রিক ভোটের মাধ্যমে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড কমিটি গঠন

নামিবিয়াকে সহজেই হারাল শ্রীলংকা

আপডেট: ১০:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছে নামিবিয়া। লঙ্কান বোলারদের চাপে নামিয়ার দলীয় ৯৬ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া।

৯৭ রানের মামুলী টার্গেট ৩৯ বল বাকি থাকতেই পূরণ করে ফেলেছে শ্রীলংকা। দুবাইয়ের শেখ আবু জায়েদ স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ৭ উইকেটের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।

এই সহজ লক্ষ্যের তাড়ায় অবশ্য শুরুটা ভালো হয়নি শ্রীলংকার। ১৮ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে তারা।

দ্বিতীয় ও তৃতীয় ওভারে যথাক্রমে ১১ ও ৫ রানে আউট হয়ে যান কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা।

৬ষ্ঠ ওভারে দিনেশ চান্দিমালকে মাত্র ৫ রানে ফিরিয়ে দেন স্মিথ। এ সময় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৬ রান।

এমন বোলিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন নামিবিয়ান বোলাররা।

কিন্তু আভিস্কা ফার্নান্দো ও ভানুকা রাজাপাকসের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পায় শ্রীলংকা।

ভানুকা রাজাপাকসে রীতিমতো ঝড় তোলেন। ৪ বাউন্ডারি ও ২ ছক্কা হাঁকিয়ে মাত্র ২৭ বলে করেন ৪২ রান।

অন্যদিকে ২ ছক্কার মারে ফার্নান্দো করেন ২৮ বলে ৩০ রান।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় নামিবিয়া।