• ঢাকা
  • শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২০

কোভিড-১৯: দেশে ২৮ ডাক্তারের মৃত্যু, আক্রান্ত ৩ হাজার স্বাস্থ্যকর্মী

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
ছবি-সংগৃহিত।

অনলাইন ডেস্ক:

করোনা ভাইরাসে (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে দেশে ২৮জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)।  করোনার লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৫ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ আক্রান্ত হয়েছেন আরো প্রায় ৩ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী।

শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১ হাজার তিন জন চিকিৎসক, ৮৫৩ জন নার্স এবং ১ হাজার ৩০৮ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দীন আহমেদ। এরপর মে মাসে মোট ১২ জন চিকিৎসক মারা যান। এরপর চলতি জুন মাসে মারা যান ২০ জন চিকিৎসক। গতকাল মারা গেছেন বিআরবি হাসপাতালের ডাক্তার সাজ্জাদ হোসেন।

করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশের স্বনামধন্য মেডিকেল স্কয়ার হসাপাতালের পার্টনার ও আইসিইউ প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন (৬৭) মৃত্যুবরণ করেন। এছাড়াও করোনায় বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধান ডা. সাজ্জাদ হোসাইনেরও মৃত্যু ঘটে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!