• ঢাকা
  • শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০
সর্বশেষ আপডেট : ১৪ জুন, ২০২০

করোনা কেড়ে নিলো স্বাস্থ্য সচিবের স্ত্রীর জীবন

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও তার সহধর্মিণী কামরুন্নাহার।

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহার মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যাসন্তানের জননী।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। খবরে বলা হয়, করোনাভাইরাস আক্রান্ত স্বাস্থ্য সচিবের সহধর্মিণী গত বুধবার (১০ জুন) সিএমএইচে ভর্তি হন।

কামরুন নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তথ্যমন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় কামরুন্নাহারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এদিকে কিশোরগঞ্জ জেলায় করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালি গ্রামের কৃতী সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের স্ত্রীর মৃত্যুর খবরে কিশোরগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

error: Content is protected !!