বিশ্বে কোভিড-১৯: সংক্রমণ ৭৫ লাখ ছাড়াল

  • আপডেট: ০১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
  • ৪৬

ফাইল ছবি।

নতুনেরকথা অনলাইন ডেস্ক:

বিশ্বে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ৭৫ লাখ ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুর  সংখ্যাও। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুয়ায়ী, শুক্রবার বেলা ১১ টায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জনে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৫ লাখ ৯৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার পর্যন্ত মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

স্বামীর ঋণের টাকা নিয়ে ২ সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সাথে উধাও গৃহবধু

বিশ্বে কোভিড-১৯: সংক্রমণ ৭৫ লাখ ছাড়াল

আপডেট: ০১:০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০

নতুনেরকথা অনলাইন ডেস্ক:

বিশ্বে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত ৭৫ লাখ ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুর  সংখ্যাও। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুয়ায়ী, শুক্রবার বেলা ১১ টায় কোভিড-১৯ এ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৪৬ জনে। আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৫ লাখ ৯৯ হাজার ৬৪৬ জন। তাদের মধ্যে বর্তমানে ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে, কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার পর্যন্ত মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।