চাঁদপুর, ৩১ মে, রবিবার॥
চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডে সাবান ফ্যাক্টরীর দক্ষিণ পাশে খান বাড়ীতে ভবনের দ্বিতীয় তলা থেকে লোহার জানালা মাথায় পড়ে নীচে দাঁড়িয়ে থাকা মোস্তাকিম (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
রোববার (৩১ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। শিশু মোস্তাকিম ওই বাড়ীর মো. রেজাউল হক খান (তুহিন) এর ছেলে।
তুহিন খান জানান, তারা বাসার নীচ তলায় থাকেন। ঘটনার সময় তার ছেলে ভবনের উত্তর পাশে বাহির অংশের আলাদা সিঁড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে দ্বিতীয় তলার উত্তর পাশের একটি লোহার জানাল ছুটে এসে শিশুর মাথায় পড়ে। বিকট শব্দের আওয়াজ শুনে শিশুটিকে গুরতর আহত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।
তিনি আরো জানান, যে জানালাটি ছুটে পড়েছে, সেটি সব সময় বাসার লোকজন খুলেন না। কোন কারণে আজকে খুলতে গেলে এই দূর্ঘটনা ঘটে। শিশুটিকে নিজ বাড়ীতেই দাফনের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে।
স্থানীয় আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ফখরুল ইসলাম মাসুম জানান, আজ বাদ মাগরিব রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে শিশুর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।