মো. মহিউদ্দিন আল আজাদ:
চাঁদপুরের ৮ উপজেলায় আরো ১৬জন করোনায় সংক্রমিত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালে ১৪৫জনে। শুধু জেলার ফরিদগঞ্জই এক দিনে আক্রান্ত হয়েছে ১০জন। এছাড়াও চাঁদপুর সদরের ৪জন, কচুয়ার ১জন ও হাইমচরের ১জন রয়েছেন। সদরে আক্রান্তদের মধ্যে চাঁদপুর শহরের ওয়্যারলেছ এলাকার ১জন করোনায় মারা গেছেন বলে রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে। রোববার দুপুরে সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
জেলায় করোনায় মৃত্যুবরন করেছে ১২জন। সুস্থ হয়েছেন ২১জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছে।
চাঁদপুর সদরে নতুন করে শনাক্তকৃত ৪জনের মধ্যে চাঁদপুর শহরের ৩ ও কল্যাণপুর ইউনিয়নের ময়দানখোলা এলাকায় ১জন নারী রয়েছেন। তার বাবাও ইতিপূর্বে আক্রান্ত হয়েছেন। শহরের ৩জনের মধ্যে ১জন ওয়্যারলেছ এলাকার মৃত জাহাঙ্গীর বেপারী (৪৫), মমিনপাড়ায় পূর্বে আক্রান্ত রোগীর বাবা এবং সদর হাসপাতালের ১জন ওয়ার্ডবয় রয়েছেন।
সিভিল সার্জন অফিসে সূত্র আরো জানায়, শনিবার রাতে আরো ৫৬জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬জন পজেটিভ। আর বাকী ৪০জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৪৫জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৮০, ফরিদগঞ্জে ২৬, মতলব উত্তরে ৬, হাজীগঞ্জে ৮, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৮, শাহরাস্তিতে ৮ ও হাইমচরে ৩জন।
সূত্র আরো জানায়, হাজীগঞ্জের আক্রান্ত এক ব্যক্তি দুই স্থানে নমুনা দেওয়ায় দু’জায়গাতেই তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এতদিন দু’উপজেলায় তার তথ্য ছিল। রোববার তার তথ্য একত্রিত করায় মোট আক্রান্ত থেকে আক্রান্তের সংখ্যা ১জন কমেছে। অর্থাৎ জেলায় এখন মোট আক্রান্ত ১৪৫জন।