মো. মহিউদ্দিন আল আজাদ:
চাঁদপুরে আরো ১২জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। এ নিয়ে চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ জনে দাঁড়ালো।
সূত্র জানায়, বুধবার চাঁদপুরে মোট ১০১জনের নমুনা টেস্টের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২জনের রিপোর্ট করোনা পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ১১জন চাঁদপুর সদর উপজেলার এবং ১জন মতলব উত্তরের। বাকী ৮৯জনের রিপোর্ট করোনা নেগেটিভ।
নতুন আক্রান্তসহ চাঁদপুরে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬০জন। এর মধ্যে মৃত হয়েছে ৪জন, সুস্থ্য হয়েছে ১২জন। বাকী ৪৪জন চিকিৎসাধীন রয়েছে।
মতলব উত্তরের আক্রান্ত ব্যক্তি কলাকান্দা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা কেন্দ্রের কম্পিউটার অপারেটর (উদ্যোক্তা)। তার বয়স ৪৫ বছর। এর আগে ওই ইউনিয়ন পরিষদের সচিবও করোনায় আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, সচিবের সংস্পর্শে থাকায় উদ্যোক্তাও করোনায় আক্রান্ত হয়েছেন।