মতলবে কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারধর ॥ থানায় অভিযোগ

  • আপডেট: ০৯:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • ০ Views

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণে করোনা ভাইরাস বিস্তার রোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারধরের ঘটনা ঘটেছে। ২৭ এপ্রিল বেলা ১১টায় মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ওই এলাকায় মফিজউদ্দিন মাঝির ছেলে জসীম মাঝি চাকুরীর সুবাধে নারায়নগঞ্জ জেলার নাঙ্গলবন্দর এলাকায় বসবাস করতো। ঘটনার তিনদিন আগে রাতের আধারে সে নিজ বাড়ির পাশে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। পরে ঘটনার দিন সে তার নিজ বাড়িতে আসলে একই বাড়ির কেরামত মাঝির ছেলে কবির মাঝি তাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য অনুরোধ করে। এতে জসীম ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে কবিরকে এলোপাথারি মারধর করতে থাকে। এই সময় কবিরের ভাই আউয়াল মাঝি এগিলে এলে তাকের মারধর করে এলাকা থেকে পালিয়ে যায় জসীম মাঝি।

এদিকে মারধরের বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে অবহিত করেন। পরে আহত কবিরকে তার পরিবারের সদস্যরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আহত কবির মাঝি বলেন, তার পরিবার ও আমাদের বাড়ির সকলের ভালোর জন্য তাকে কিছুদিনের জন্য হোম কোয়ারেন্টাই মেনে চলতে বলেছিলাম। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এই ঘটনায় জসীম মাাঝির পরিবারের সদস্যদের বক্তব্য চাইতে গেলে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

Tag :
সর্বাধিক পঠিত

নেতানিয়াহু সেনাদের গাজায় যুদ্ধাপরাধ করতে পাঠাচ্ছেন: ইসরাইলের সাবেক সেনাপ্রধান

মতলবে কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারধর ॥ থানায় অভিযোগ

আপডেট: ০৯:২৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণে করোনা ভাইরাস বিস্তার রোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আসা এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলায় মারধরের ঘটনা ঘটেছে। ২৭ এপ্রিল বেলা ১১টায় মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, ওই এলাকায় মফিজউদ্দিন মাঝির ছেলে জসীম মাঝি চাকুরীর সুবাধে নারায়নগঞ্জ জেলার নাঙ্গলবন্দর এলাকায় বসবাস করতো। ঘটনার তিনদিন আগে রাতের আধারে সে নিজ বাড়ির পাশে শ্বশুর বাড়িতে আশ্রয় নেয়। পরে ঘটনার দিন সে তার নিজ বাড়িতে আসলে একই বাড়ির কেরামত মাঝির ছেলে কবির মাঝি তাকে হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য অনুরোধ করে। এতে জসীম ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে কবিরকে এলোপাথারি মারধর করতে থাকে। এই সময় কবিরের ভাই আউয়াল মাঝি এগিলে এলে তাকের মারধর করে এলাকা থেকে পালিয়ে যায় জসীম মাঝি।

এদিকে মারধরের বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে এসে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে অবহিত করেন। পরে আহত কবিরকে তার পরিবারের সদস্যরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আহত কবির মাঝি বলেন, তার পরিবার ও আমাদের বাড়ির সকলের ভালোর জন্য তাকে কিছুদিনের জন্য হোম কোয়ারেন্টাই মেনে চলতে বলেছিলাম। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এই ঘটনায় জসীম মাাঝির পরিবারের সদস্যদের বক্তব্য চাইতে গেলে কেউ কোনো কথা বলতে রাজি হননি।