• ঢাকা
  • শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ২৯ এপ্রিল, ২০২০

মতলব দক্ষিণে বাবুর্চি ও ডেকারেটর কর্মীদের মানবিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মতলব দক্ষিণে বাবুর্চি ও ডেকারেটর কর্মীদের মাঝে মানবিক সহায়তা প্রদান।

মতলব প্রতিনিধি:

কোভিড-১৯ এর কারণে মতলব দক্ষিণ উপজেলার কর্মহীন বাবুর্চি ও ডেকারেটর কর্মীদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। ২৭ এপ্রিল সোমবার উপজেলার পরিষদে তাদের এই সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনে উপজেলার কর্মহীন ১১ বাবুর্চি এবং ৩০ জন ডেকারেটর কর্মীদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

এই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক জানান, সরকারের নির্দেশা অনুসারে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে নিজ নিজ ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!