শাহরাস্তির রায়শ্রী বাজারে রেলের জমি নিয়ে উত্তেজনা

  • আপডেট: ০১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
  • ২৮
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃঃ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী  উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে রেল লাইনের দক্ষিন পাশের রেলের জমি ভরাট করছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় লোকজন ও লীজ দাবীদার নাছরিন আক্তার নিপা (৫০) পিতামৃত নুরুল ইসলাম লীজ নীয়ে দখল করে আসছেন।  কিন্তু রহস্য জনকভাবে মিজান এ জমি দখল করে  জোরপূর্বক ভরাট করতেছে। আর মিজান বলছেন ভিন্ন কথা লীজ কৃত জমির দক্ষিন পাশের জমির মালিক আমি,  রেলের জমি আমি নীপা থেকে টাকা দিয়ে পজিশন নিয়েছি।
নীপা বলছেন আমি তার কাছে কোন জমি বিক্রি করি নাই। স্থানীয় ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি শফিউল্লাহ শেখ মিজানের পর্শ্চিম পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দখল করছেন তিনি।
এ ব্যাপারে সোমবার সকালে রায়শ্রী বাজারে ওয়ার্ড সভাপতি সফিউল্লাহ শেখ এর কাছে জান্তে চাইলে তিনি বলেন রেলের এ জমি নিয়ে পূর্বে আমরা ৭/৮ জন মামলার আসামী হয়েছি  এখন ভোগদখল করলে আমরা করব। আপনার দক্ষিন পাশের জমির মালিক কে জবাবে তিনি বলেন রাব্বানী নামক জৈনক ব্যাক্তির।
এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন, নচেৎ বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে।
Tag :
সর্বাধিক পঠিত

ভারতে মসজিদের স্থানে মন্দির দাবি করে জরিপের চেস্টায় উত্তেজনা, পুলিশের গুলিতে ৩ মুসল্লি নিহত (ভিডিওসহ)

শাহরাস্তির রায়শ্রী বাজারে রেলের জমি নিয়ে উত্তেজনা

আপডেট: ০১:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃঃ
শাহরাস্তি উপজেলার রায়শ্রী  উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে রেল লাইনের দক্ষিন পাশের রেলের জমি ভরাট করছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় লোকজন ও লীজ দাবীদার নাছরিন আক্তার নিপা (৫০) পিতামৃত নুরুল ইসলাম লীজ নীয়ে দখল করে আসছেন।  কিন্তু রহস্য জনকভাবে মিজান এ জমি দখল করে  জোরপূর্বক ভরাট করতেছে। আর মিজান বলছেন ভিন্ন কথা লীজ কৃত জমির দক্ষিন পাশের জমির মালিক আমি,  রেলের জমি আমি নীপা থেকে টাকা দিয়ে পজিশন নিয়েছি।
নীপা বলছেন আমি তার কাছে কোন জমি বিক্রি করি নাই। স্থানীয় ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি শফিউল্লাহ শেখ মিজানের পর্শ্চিম পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে দখল করছেন তিনি।
এ ব্যাপারে সোমবার সকালে রায়শ্রী বাজারে ওয়ার্ড সভাপতি সফিউল্লাহ শেখ এর কাছে জান্তে চাইলে তিনি বলেন রেলের এ জমি নিয়ে পূর্বে আমরা ৭/৮ জন মামলার আসামী হয়েছি  এখন ভোগদখল করলে আমরা করব। আপনার দক্ষিন পাশের জমির মালিক কে জবাবে তিনি বলেন রাব্বানী নামক জৈনক ব্যাক্তির।
এ ব্যাপারে স্থানীয়রা প্রশাসনের হস্থক্ষেপ কামনা করছেন, নচেৎ বড় ধরনের সংঘর্ষ বাঁধতে পারে।