“গভীর রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ নিয়ে হাজির ওসি”

  • আপডেট: ০৩:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • ৩৯

হাজীগঞ্জ, ১৯ এপ্রিল, রবিবার:

 রাত ১০টায় আচমকা বাড়িতে পুলিশের ভ্যান থেকে একাধিক জনকে নামতে দেখে ভয়ে দৌড় দিলেন কয়েক জন। এসময় পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট বা পিপিই আবৃত্ত পুরো শরীরে ঢাকা একজন বলে উঠলেন দাঁড়ান, দাঁড়ান।

হাজীগঞ্জ পৌর আলীগঞ্জ এলাকার দরিদ্র রিকশাচালক সন্ত্রস্ত হয়ে জানতে চান কে? বাইরে থেকে বলা হয়, ‘ভয় পাবেন না, প্লিজ। আমি আপনাদের ওসি। আপনাদের জন্যে খাদ্য সহায়থা নিয়ে এসেছি’। ভয়ে ভয়ে কয়েক জন এগিয়ে এসে দেখেন সত্যিই ওসিসহ পুলিশ সদস্যরা এসেছেন প্যাকেটভর্তি খাবার নিয়ে।

ঘটনাটি শনিবার (১৮ এপ্রিল) রাতের। করোনাভাইরাসের কবলে ঘরবন্দি অসহায় ও দরিদ্রদের মাঝে এভাবে নিজের হাতে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি। সারাদিন করোনা নয়ে কাজ করার পর রাতে নরম বিছানায় বিশ্রামের কথা ভুলে গিয়ে রাতে ঘুরে ঘুরে উপজেলার নানা প্রান্তের দিন আনে দিন খায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন তিনি। ওসি যে প্যাকেট সরবরাহ করেছেন তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল এবং আলু।

শুধু খাবার পৌঁছে দেয়া নয়, একইসাথে ওসি করোনা সচেতনতায় দিয়েছেন নানা পরামর্শ। বলেছেন, সরকারের নির্দেশনা মেনে নিজে ও অন্যের সুরক্ষার জন্যে ঘরে থাকতে হবে। আশ্বাস দিয়েছেন, আগামীতেও প্রধানমন্ত্রী ঘোষিত সাহায্য দেয়ার পাশাপাশি নিজেও সাহায্য অব্যাহত রাখবেন।

#খাদ্যসামগ্রী পৌঁছে দেন পৌর ৯নং ওয়ার্ডের আলীগঞ্জ, কংগাইশ, ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের পশ্চিম হাটিলা, হারিড়য়াইন, টঙ্গিরপাড় গ্রামে।

(সহযোগিতায় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত)

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

“গভীর রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ত্রাণ নিয়ে হাজির ওসি”

আপডেট: ০৩:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

হাজীগঞ্জ, ১৯ এপ্রিল, রবিবার:

 রাত ১০টায় আচমকা বাড়িতে পুলিশের ভ্যান থেকে একাধিক জনকে নামতে দেখে ভয়ে দৌড় দিলেন কয়েক জন। এসময় পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট বা পিপিই আবৃত্ত পুরো শরীরে ঢাকা একজন বলে উঠলেন দাঁড়ান, দাঁড়ান।

হাজীগঞ্জ পৌর আলীগঞ্জ এলাকার দরিদ্র রিকশাচালক সন্ত্রস্ত হয়ে জানতে চান কে? বাইরে থেকে বলা হয়, ‘ভয় পাবেন না, প্লিজ। আমি আপনাদের ওসি। আপনাদের জন্যে খাদ্য সহায়থা নিয়ে এসেছি’। ভয়ে ভয়ে কয়েক জন এগিয়ে এসে দেখেন সত্যিই ওসিসহ পুলিশ সদস্যরা এসেছেন প্যাকেটভর্তি খাবার নিয়ে।

ঘটনাটি শনিবার (১৮ এপ্রিল) রাতের। করোনাভাইরাসের কবলে ঘরবন্দি অসহায় ও দরিদ্রদের মাঝে এভাবে নিজের হাতে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন রনি। সারাদিন করোনা নয়ে কাজ করার পর রাতে নরম বিছানায় বিশ্রামের কথা ভুলে গিয়ে রাতে ঘুরে ঘুরে উপজেলার নানা প্রান্তের দিন আনে দিন খায় মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন তিনি। ওসি যে প্যাকেট সরবরাহ করেছেন তার মধ্যে রয়েছে চাল, ডাল, তেল এবং আলু।

শুধু খাবার পৌঁছে দেয়া নয়, একইসাথে ওসি করোনা সচেতনতায় দিয়েছেন নানা পরামর্শ। বলেছেন, সরকারের নির্দেশনা মেনে নিজে ও অন্যের সুরক্ষার জন্যে ঘরে থাকতে হবে। আশ্বাস দিয়েছেন, আগামীতেও প্রধানমন্ত্রী ঘোষিত সাহায্য দেয়ার পাশাপাশি নিজেও সাহায্য অব্যাহত রাখবেন।

#খাদ্যসামগ্রী পৌঁছে দেন পৌর ৯নং ওয়ার্ডের আলীগঞ্জ, কংগাইশ, ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের পশ্চিম হাটিলা, হারিড়য়াইন, টঙ্গিরপাড় গ্রামে।

(সহযোগিতায় সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত)