• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১৭ এপ্রিল, ২০২০

বাড়িওয়ালা ঝামেলা করলে বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে : আতিক

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
অনলাইন ডেস্ক :
চিকিৎসক-নার্সসহ জরুরি সেবাদানকারীরা বাড়ি মালিকের দ্বারা হয়রানির শিকার হলে সিটি করপোরেশনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। আজ শুক্রবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, যারা এই জরুরি পরিস্থিতিতে মানুষের সেবা করে যাচ্ছেন, চিকিৎসক-নার্সদের তো জায়গা দিতেই হবে। এ সময় যারা অন্যান্য সমাজসেবামূলক কাজে সংশ্লিষ্ট আছেন, তাদেরও সহযোগিতা করছে না। আমাদের সঙ্গে বিডিক্লিনের কিছু যুবক-তরুণ কাজ করে। তাদের বাড়িওয়ালারা নাকি রাতে বাসায় গেলে ঝামেলা করে।
তিনি বলেন, যারা এ ধরনের কাজ করছেন তাদের ব্যাপারে সিটি করপোরেশনে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। প্রয়োজনে বাড়ি মালিকদের তালিকা তৈরি করা হবে। হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেব। তাদের বাড়ি থেকে কোনো ময়লা অপসারণ করা হবে না। আমি প্রয়োজনে তিতাস, ডিপিডিসি, ডেসকোর সঙ্গে কথা বলব। তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ যেন বিচ্ছিন্ন করে দেয় বলে জানান তিনি।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • অন্যান্য এর আরও খবর
error: Content is protected !!