• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২০
সর্বশেষ আপডেট : ১০ এপ্রিল, ২০২০

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা: আমেরিকাকে তুলোধনা করলেন চমস্কি

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

রোনার এই মহামারির সময়ে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।করোনা মহামারির মধ্যেও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট মার্কিন দার্শনিক এবং রাজনৈতিক ভাষ্যকার নোয়াম চমস্কি।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর হয়েছেন।

তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র এ রকম বিপর্যয়কর নিষেধাজ্ঞা আরোপ করে তখন বুঝতে হবে যে, শুধু একমাত্র দেশ যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে এবং অন্যদের দায়িত্ব হচ্ছে তা অনুসরণ করা। এটা অনেকটা প্রভু এবং ভৃত্যের সম্পর্কের মতো। আমেরিকার কথা না শুনলে অন্য দেশগুলোকে তারা অর্থনৈতিক ব্যবস্থা থেকে বহিষ্কার করে।

আরো পড়ুন; সাধারণ ছুটির মেয়াদ বাড়লো ২৫ এপ্রিল পর্যন্ত

নোয়াম চমস্কি তার সাক্ষাৎকারে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুরের প্রশংসা করেন।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে এ দেশগুলো বেশ সফলতার পরিচয় দিয়েছে।

সাক্ষাৎকারের চমস্কি জার্মানির স্বার্থপরতার সমালোচনা করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জার্মানির স্বার্থপর আচরণ গ্রহণযোগ্য নয় এবং তারা বাকি বিশ্বকে এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দিচ্ছে না।

তিনি বলেন, করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডবে আমেরিকা ও ব্রিটেনের অবস্থা অত্যন্ত খারাপ।

৯১ বছর বয়সী এই বুদ্ধিজীবী আরো বলেন, করোনার মারাত্মক আঘাত চলছে এবং সম্ভবত আরো ভয়াবহ আকার ধারণ করে সামনে এগিয়ে আসবে। আমরা বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি। মানব সভ্যতায় আজ পর্যন্ত যেসব খারাপ ঘটনা ঘটেছে তার যেকোনোটির চেয়ে এখন এটি বড় কিছু হয়ে উঠতে চলেছে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • আন্তর্জাতিক এর আরও খবর
error: Content is protected !!