ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রতিনিধিঃ
করোনার প্রাদুর্ভাবের কারনে উপার্জন বন্ধ হয়ে যাওয়া কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের দূর্গমচর, জলা বিতারা যেখানে, খাবার সরবরাহ দুরের কথা যোগাযোগের নেই কোনো ব্যবস্থা সে এলাকার নিম্ন-আয়ের মানুষের মাঝে কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারের উদ্যোগে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে অসহায়, দিনমজুর, রিক্সা চালকসহ নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল, আটাসহ খাদ্য উপকরণ বিতরণ করেন।
তাঁর এই সেবামূলক কার্যক্রম দেখে হাসি ফুটেছে অসহায় ও কর্মহীন পরিবারগুলোর মুখে।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার বলেন, করোনাভাইরাসের সতর্কতার কারণে দূর্গমচর, জলা বিতারা এলাকায়, যে খানে নেই কোনো রাস্তাঘাট ও যোগাযোগের ব্যবস্থা, দোকানপাট ঐ এলাকার অসহায় দিনমজুর কর্মহীন যাদের অবস্থাও শোচনীয় সেই ধরনের লোকেদের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ ও চাঁদপুর জেলা ছাত্রলীগের নির্দেশে আমার নিজ উদ্যোগে নিম্ন আয়ের পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস মোকাবিলায় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে বাহিরে না যাওয়ার জন্য পরামর্শ দেন তিনি । এছাড়াও করোনাভাইরাস সতর্কতায় সরকারের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে সমাজের অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষ কাজ করতে পারছে না।
এময় তাদের বেশ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাই আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি স্যারের একজন আদর্শ কর্মী হিসেবে দায়িত্বের জায়গা থেকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা ও যতটুকু সামথ্য আছে তা দিয়েই সমাজের অসহায়, দরিদ্র ও দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।