• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ জুন, ২০১৯
সর্বশেষ আপডেট : ২২ জুন, ২০১৯

কচুয়ার বরইগাঁও গ্রামে শতাধিক পেঁপে গাছ কর্তনের অভিযোগ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বরইগাঁও গ্রামের হাজি বাড়ির অধিবাসি মোঃ দেলোয়ার হোসেনের নতুন প্রজেক্টের শতাধিক পেঁপে গাছ কর্তন করেছে দূর্বত্তরা। অভিযোগ মতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্ত দলেরা পেপেঁ ধরা প্রজেক্টের ছোট বড় প্রায় ৯৮টি পেপেঁ গাছ কেটে ফেলেছে। পরের দিন শনিবার সকালে খবর পেয়ে ভুক্তভোগি পরিবারের সদস্যরা প্রজেক্টে গিয়ে সব পেপেঁ গাছ পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে পড়ে। এ বিষয়ে প্রজেক্টের পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ বশির আহমেদ বলেন আমি কিংবা আমার পরিবারের কারো সঙ্গে কোন বিষয়ে শুক্রুতা নেই, এ লোম হর্ষক ঘটনার চিত্র রবইগাঁও সহ আশে পাশের এলাকার শত শত লোকজন দেখতে আসে এবং সকলের চোখে পানি ঝড়তে দেখেছি, তারা সকলেই এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। প্রজেক্টের পরিচালক বশির আহমেদ আরো জানায়- অনেক টাকা ধার কর্জ করে এ প্রজেক্টটি গড়ে তুলেছি এবং কয়েক মাস ধরে প্রতিদিন ২/৩ জন শ্রমিক প্রজেক্টে কাজ করেছে, অর্থাৎ সব মিলে ২০ লক্ষ টাকার মত ক্ষতির পরিমান দাড়াবে। যাহা আমি কিংবা আমার পরিবার কখনও পরিশোধ করতে পারবো না। এ ছাড়া তিনি আরো জানান উক্ত প্রকেক্টে মাছসহ আরো কিছু গাছ রয়েছে, যার একই পরিনতি হতে পারে বলে ভুক্তভোগি পরিবারের আশংকা। তারা আইন শৃংখলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছেন। এ বিষয়ে কচুয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • কচুয়া এর আরও খবর
error: Content is protected !!