সবাই আমাকে হট ভাবে: ঋতুপর্ণা

  • আপডেট: ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯
  • ৫৮

বিনোদন ডেস্ক:

কসমিক সেক্স’ এর মতো ছবিতে কাজ করে রাতারাতি চলচ্চিত্রাঙ্গনে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এর আগে ‘গান্ডু’ ছবিতে তাকে দেখা গেলেও ‘কসমিক সেক্স’ এর মধ্য দিয়েই ক্যারিয়ারের ভিত্তি পান কলকাতায় ‘ঋ’ নামে অধিক পরিচিত এই নায়িকা।

তবে সম্প্রতি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষেপেছেন তিনি। তার মতে, কলকাতার লোকে কখনও কলকাতার লোককে দাম দেয় না। তাই তিনি মুম্বাইয়ের পথ ধরছেন। সেখানে দু-একটা ছবিতে কাজ করলে তাকে দাম আরও বাড়বে বলে মনে করেন তিনি।

ক্যারিয়ার নিয়ে বর্তমানে ঝুঁকিতে থাকা এই অভিনেত্রী বলেন, ‘সবাই আমাকে হট ভাবে, সেক্সি ভাবে। আমার তাতে কিছু আসে যায় না। নির্মাতারাও হট গল্পের ছবিতে আমাকে অফার করে। আমি যে যে কাজ করেছি, তা করার সাহস কারও হবে না।’

rituporna-2

যদিও তিনি নিজেই বলছেন- তার অতি সাহসী দৃশ্যের জন্য পরবর্তিতে অনেক বড় বড় কাজ তার হাতছাড়া হয়েছে। ঋতুপর্ণা বলেন, ‘ওইভাবে আমাকে ভাঙা যাবে না। আগে যা করেছি, সব ভুল করেছি- ভেবে কোনওদিন হতাশা হব না।’

 

কলকাতা ছাড়া প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য- ‘যদি আমি মুম্বাইয়ে একটা ছবিতে কাজ করে আসি কিংবা একটা ভোজপুরী ছবিতে নেচে আসি, তাহলে হাউ হাউ করে শোরগোল বাঁধাবে! শুধু আমার বেলায় নয়। সবার বেলায়। তাই তো, সকলে চলে যাচ্ছেন। আমি কলকাতায় সকলের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু তাদেরও তো আমাকে নিয়ে কাজ করার ইচ্ছেটা থাকতে হবে!’

এসময় কলকাতার বাংলা সিনেমার মান নিয়ে প্রশ্ন তোলেন ঋতুপর্ণা সেন। সুযোগ পেলে ভবিষ্যতে দর্শকদের ভালো ছবি উপহার দিতেও প্রতিশ্রুতিবদ্ধ নায়িকা।

Tag :
সর্বাধিক পঠিত

ফরিদগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সবাই আমাকে হট ভাবে: ঋতুপর্ণা

আপডেট: ১০:১৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০১৯

বিনোদন ডেস্ক:

কসমিক সেক্স’ এর মতো ছবিতে কাজ করে রাতারাতি চলচ্চিত্রাঙ্গনে আলোচনায় আসেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন। এর আগে ‘গান্ডু’ ছবিতে তাকে দেখা গেলেও ‘কসমিক সেক্স’ এর মধ্য দিয়েই ক্যারিয়ারের ভিত্তি পান কলকাতায় ‘ঋ’ নামে অধিক পরিচিত এই নায়িকা।

তবে সম্প্রতি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষেপেছেন তিনি। তার মতে, কলকাতার লোকে কখনও কলকাতার লোককে দাম দেয় না। তাই তিনি মুম্বাইয়ের পথ ধরছেন। সেখানে দু-একটা ছবিতে কাজ করলে তাকে দাম আরও বাড়বে বলে মনে করেন তিনি।

ক্যারিয়ার নিয়ে বর্তমানে ঝুঁকিতে থাকা এই অভিনেত্রী বলেন, ‘সবাই আমাকে হট ভাবে, সেক্সি ভাবে। আমার তাতে কিছু আসে যায় না। নির্মাতারাও হট গল্পের ছবিতে আমাকে অফার করে। আমি যে যে কাজ করেছি, তা করার সাহস কারও হবে না।’

rituporna-2

যদিও তিনি নিজেই বলছেন- তার অতি সাহসী দৃশ্যের জন্য পরবর্তিতে অনেক বড় বড় কাজ তার হাতছাড়া হয়েছে। ঋতুপর্ণা বলেন, ‘ওইভাবে আমাকে ভাঙা যাবে না। আগে যা করেছি, সব ভুল করেছি- ভেবে কোনওদিন হতাশা হব না।’

 

কলকাতা ছাড়া প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য- ‘যদি আমি মুম্বাইয়ে একটা ছবিতে কাজ করে আসি কিংবা একটা ভোজপুরী ছবিতে নেচে আসি, তাহলে হাউ হাউ করে শোরগোল বাঁধাবে! শুধু আমার বেলায় নয়। সবার বেলায়। তাই তো, সকলে চলে যাচ্ছেন। আমি কলকাতায় সকলের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু তাদেরও তো আমাকে নিয়ে কাজ করার ইচ্ছেটা থাকতে হবে!’

এসময় কলকাতার বাংলা সিনেমার মান নিয়ে প্রশ্ন তোলেন ঋতুপর্ণা সেন। সুযোগ পেলে ভবিষ্যতে দর্শকদের ভালো ছবি উপহার দিতেও প্রতিশ্রুতিবদ্ধ নায়িকা।