নিজস্ব প্রতিবেদক:
হাইমচরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, হাইমচরে এসডিজি বাস্তবায়নে আপনারাই হলেন নির্বাচিত প্রতিনিধি। আপনাদের মাধ্যমে হাইমচরের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারন করে সরকার সেটা বাস্তবায়ন করবে। তাই আপনাদের সুচিন্তিত মতামত অত্যন্ত প্রয়োজন। আপনারা সবাই মিলে হাইমচরকে পরিবর্তন করে টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন।
বৃহস্পতিবার হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসি বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান।
এছাড়া মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেনসহ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের (জনপ্রতিনিধি) চেয়ারম্যান, ইউনিয়ন সচিবসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় ৮টি গ্রুপে বিভক্ত হয়ে হাইমচরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ লিখিত আকারে উপস্থাপন করেন।