নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেয়া হলেও তাদের কারণে বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, সুন্দরবন রক্ষায় যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। আত্মসমর্পণ করা বনদস্যুদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা আবার দস্যুপনায় না গিয়ে বনের ক্ষতি না করতে পারে।
সভ্যতার বিকাশের পাশা-পাশি পরিবেশ রক্ষায় নজর দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের প্রত্যেককে কর্মস্থলে ও বাসস্থানে গাছ লাগাতে হবে। আপনাদের সন্তানদেরও এই পরিবেশবাদী কাজে উদ্বুদ্ধ করতে হবে।