চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ৩৮ জেলের কারাদন্ড

  • আপডেট: ১১:২৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • ৩৭

নিজস্ব প্রতিনিধি॥
ইলিশের পোনা জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। মার্চ-এপ্রিল দুই মাস নদীতে ইলিশসহ যে কোন মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা আহরণ করায় ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৮জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্সে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে বয়স কম হওয়ায় এবং মৎস্য সংরক্ষণ আইনে আটজ জেলেদের কাছ থেকে ১লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে অভয়াশ্রমকালীন সময়ের জন্য খোলা কন্ট্রোল রুম থেকে ই-মেইলে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা রক্ষার ১৫ দিনে টাস্কফোর্স ১৬৫টি অভিযান পরিচালনা করেছেন। মাছঘাট, আড়ৎ ও বাজার পরিদর্শন করা হয়েছে ১ হাজার ১৫৯টি। জাটকা জব্দ করা হয়েছে ২.২৪৮ মেট্টিক টন। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল জব্দ করা হয়েছে ৮৭ লাখ ৭ হাজার বর্গমিটার। যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৫৪ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ২৮টি এবং মামলা হয়েছে ৯টি।

এদিকে মেঘনা উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও এক শ্রেনীর অসাধু জেলে রাতে ও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের বেলায় জাটকান নিধন করছেন। নিধনকৃত জাটকাগুলো মেঘনার পশ্চিম পাড়ের চরাঞ্চলে ভাসমান আড়তে বিক্রি হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জাটকা ও ইলিশ মাছ জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোর্স খুবই কঠোর অবস্থানে রয়েছে। দিন ও রাতে চাঁদপুর নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেদেরকে জাটকা নিধন থেকে বিরত থাকা জন্য খাদ্য সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৪০ কেজি করে চাল দেয়া শুরু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

চাঁদপুরে জাটকা নিধনের দায়ে ৩৮ জেলের কারাদন্ড

আপডেট: ১১:২৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০

নিজস্ব প্রতিনিধি॥
ইলিশের পোনা জাটকা রক্ষায় মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার এলাকায় অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। মার্চ-এপ্রিল দুই মাস নদীতে ইলিশসহ যে কোন মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা আহরণ করায় ১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ৩৮জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্সে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সাথে বয়স কম হওয়ায় এবং মৎস্য সংরক্ষণ আইনে আটজ জেলেদের কাছ থেকে ১লাখ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে অভয়াশ্রমকালীন সময়ের জন্য খোলা কন্ট্রোল রুম থেকে ই-মেইলে এসব তথ্য জানানো হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা রক্ষার ১৫ দিনে টাস্কফোর্স ১৬৫টি অভিযান পরিচালনা করেছেন। মাছঘাট, আড়ৎ ও বাজার পরিদর্শন করা হয়েছে ১ হাজার ১৫৯টি। জাটকা জব্দ করা হয়েছে ২.২৪৮ মেট্টিক টন। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল জব্দ করা হয়েছে ৮৭ লাখ ৭ হাজার বর্গমিটার। যার আনুমানিক মূল্য ১৭ কোটি ৫৪ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ২৮টি এবং মামলা হয়েছে ৯টি।

এদিকে মেঘনা উপকূলীয় এলাকার বাসিন্দারা জানান, প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও এক শ্রেনীর অসাধু জেলে রাতে ও প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের বেলায় জাটকান নিধন করছেন। নিধনকৃত জাটকাগুলো মেঘনার পশ্চিম পাড়ের চরাঞ্চলে ভাসমান আড়তে বিক্রি হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, অভিযানে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত জাটকা ও ইলিশ মাছ জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। জাটকা রক্ষায় চাঁদপুর জেলা টাস্কফোর্স খুবই কঠোর অবস্থানে রয়েছে। দিন ও রাতে চাঁদপুর নৌ-সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেদেরকে জাটকা নিধন থেকে বিরত থাকা জন্য খাদ্য সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসের ৪০ কেজি করে চাল দেয়া শুরু হয়েছে।