শুয়ারোলে ৫১তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল সম্পন্ন

  • আপডেট: ০৪:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
  • ০ Views

কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারোল খানকা শরীফ মাঠে হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা মরহুম আ: মুবিন আতেকী (রহ:) ও হযরত মাও: মরহুম জামাল আহ্মাদ আতেকী স্মরনে ৫১তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার সারারাত ব্যাপী শুয়ারোল খানকা শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিলে জৈনপুরী পীরে কামেল আলহাজ¦ হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈনপুরী পীরে কামেল হযরত মাওলানা মো: আব্দুল হাই আতেকী।

এ উপলক্ষ্যে রাত ব্যাপী দ্বীন ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, দৌলতপুর দরবার শরীফের পীর সাহেব পীরজাদা আল্লামা নাইমুর রহমান,মতলবের কাচিয়ারার আব্দুল মান্নান,নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার মাওলানা নুরুজ্জামান,খতিব হাফেজ মোসলেহ উদ্দিন,আবুল হায়াত মিয়াজ,গোলাম মাওলা ফারুকী প্রমুখ। শনিবার সকালে তাবারুক বিতরণ ও দেশ ও জাতির শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Tag :
সর্বাধিক পঠিত

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআই প্রধান

শুয়ারোলে ৫১তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ মাহফিল সম্পন্ন

আপডেট: ০৪:২১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০

কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার শুয়ারোল খানকা শরীফ মাঠে হযরত মাওলানা ওয়া মোর্শেদুনা মরহুম আ: মুবিন আতেকী (রহ:) ও হযরত মাও: মরহুম জামাল আহ্মাদ আতেকী স্মরনে ৫১তম বার্ষিক ইছালে ছাওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার সারারাত ব্যাপী শুয়ারোল খানকা শরীফে ওয়াজ ও দোয়ার মাহফিলে জৈনপুরী পীরে কামেল আলহাজ¦ হযরত মাওলানা নেহাল আহমেদ আতেকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জৈনপুরী পীরে কামেল হযরত মাওলানা মো: আব্দুল হাই আতেকী।

এ উপলক্ষ্যে রাত ব্যাপী দ্বীন ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, দৌলতপুর দরবার শরীফের পীর সাহেব পীরজাদা আল্লামা নাইমুর রহমান,মতলবের কাচিয়ারার আব্দুল মান্নান,নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার মাওলানা নুরুজ্জামান,খতিব হাফেজ মোসলেহ উদ্দিন,আবুল হায়াত মিয়াজ,গোলাম মাওলা ফারুকী প্রমুখ। শনিবার সকালে তাবারুক বিতরণ ও দেশ ও জাতির শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।