নিজস্বপ প্রতিবেদক:
চাঁদপুরে এসসি পরীক্ষার্থী ও কিশোর গ্যাং সদ্যদের হামলায় অপর পরীক্ষার্থীকে বেদম পিটিয়ে আহত করার ঘটনায় ১০জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ মোট ১৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে হামলায় আহত পারভেজ পাপ্পুর মা ফাতেমা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামল নং-৩৭। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আসামীদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়। আসামী পক্ষ তাদের জামিন চাইলে আদালত তাদের জামিন না
বাদী পক্ষের একজন আইনজীবী জানান, আসামীদের পক্ষে তাদের চলমান পরীক্ষায় সমস্যা হবে বলে জামিনের আবেদন করেন। কিন্তু তাদের অপরাধ গুরুতর হওয়ায় বিচারক তাদের পরীক্ষার ব্যবস্থা করে দিবেন বলে জামিন না মঞ্জুর করেন।
আসামীরা প্রায় সকলেই চাঁদপুর শহরের বাসিন্দা এবং কিশোর গ্যাং অপরাধের সাথে জড়িত। তারা সকলে পারভেজ পাপ্পুকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে বলে বাদী ফাতেমা বেগম জানান।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, রাতেই হামলায় আহত পারভেজের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজহারে ১০ জনের নাম উল্লেখ করে ঘটনার সাথে জড়িত সন্দেহে আরো ৫-৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।