শরীফুল ইসলাম:
জেলা প্রশাসন ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান করে মাদকসেবীসহ মাদক উদ্ধার ও আটক ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
তিনি জানান, চাঁদপুর শহরের ৩নং কয়লা ঘাট হাবিব স্টোরের সামনে থেকে মো. মোক্তার হোসেন (২৭) কে কাগজে মোড়ানো ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের ১টি লাইটার,ও ১টি স্টিক জব্দ করা হয়। এছাড়া মাদক (গাঁজা) বহন করায় তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং ২শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান, পেশকার মো. জহিরুল ইসলামসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সের ও পুলিশ সদস্যবৃন্দ।