ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে কালিগঞ্জ উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে ঝিনাইদহ যশোর মহাসড়কে ছালাভরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ডিএডি রফিকুল ইসলাম জানান, কালিগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।