কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটিতে পূনরায় ইউপি চেয়ারম্যান মো: ওসমান গনি মোল্লা সভাপতি, উপেজলা যুবলীগ নেতা সালাউদ্দিন ভূঁইয়া হীরা সিনিয়র সহ-সভাপতি ও সাধারন সম্পাদক পদে সেলিম কবীর পূনরায় মনোনীত হয়েছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমান ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া স্বাক্ষরিত ও সুপারশি ক্রমে আগামী ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত (৩ বছরের) জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে সাচার বাজারের এ কমিটিকে পূনরায় বহাল রাখায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তৃনমূল ও সাধারন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ব্যবসয়ীদের মতে, বর্তমান কমিটি পূর্বের ন্যায় বাজারের যানযট নিরসন,বাজারে ক্রেতা বৃদ্ধি করা, ব্যবসায়ীদের সুখ-দূখে সবসময় পাশে থেকে ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।