স্টাফ রিপোর্টার:
দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫বছর পূর্তি উৎসব উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলায় র্যালী, কেককাটা, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার মতলব দক্ষিণ উপজেলা কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সহ সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা প্রধান মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের মনোমুগ্ধকর উপস্থাপনায় এবং দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, মতলব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ, মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুর রহিম খান।
আরো বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সভাপতি রোকনুজ্জামান রোকন, কবিতা আবৃতিকার নূরে আইন শিউলী, চাঁদপুর সংবাদের প্রধান নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি, বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির উল্যাহ পাটওয়ারি, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা মিয়া, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধূরী, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, নারায়নপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম, মতলব উত্তর প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম গোলাম নবী খোকন, মতলব দক্ষিণ প্রেসক্লাবের সহ-সভাপতি নিমাই চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক, কোষাধ্যক্ষ রেদোয়ান আহমেদ জাকির, প্রচার সম্পাদক আঃ মান্নাান খান, সদস্য লোকমান হোসেন হাবীব, আরিফুল ইসলাম শান্ত, পলাশ রায়, মোঃ মোশারফ হোসেন তালুকদার, পাঠাক সংবাদের স্টাফ রিপোর্টার রবিউল আলম, সাংবাদিক এমরান হোসেন, শুভ কর্মকার, লাকশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মাফুজুর রহমান শিপন, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান, সমবায় কর্মকর্তা মোখলেছুর রহামান, চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার খোরশেদ আহমেদ, মোঃ মনির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশা-শ্রেণীর মানুষজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক বক্তব্যে বলেন, এক সময় সাংবাদিকতা ছিল চায়ের কাপের সাথে যুক্ত, কিন্তু এখন এর পরিধি এবং গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমরা প্রতিদিন স্থানীয় প্রত্রিকার সংবাদগুলো গুরুত্ব সহকারে পড়ে থাকি। কারণ,পত্রিকা থেকে অনেক তথ্য পাই। সে মোতাবেক আমরা সমস্যা সমাধান করে থাকি। আমি জেনে অত্যন্ত আনন্দিত ও খুশি চাঁদপুর সংবাদ পত্রিকাটি ২৫ বছর প্রকাশনায় ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে। সকল শ্রেণী-পেশার মানুষের মন জয় করতে পেরেছে বলেই ২৫ বছর পূর্তি উৎসব পালন করছে। পত্রিকাটি আজীবন এই জেলার মানুষের সেবা করে সেই দোয়াই করছি। তিনি আরো বলেন, সাংবাদিকতা হলো সমাজসেবা করা, সমাজের অসংগতি, অন্যায়, ভালো-মন্দ তুলে ধরাই সাংবাদিকের কাজ। বাংলাদেশে মিডিয়া স্বাধীন। দেশ প্রেমিক হয়ে নৈতিক দায়িত্ববোধে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশের উন্নয়নে অংশগ্রহন করবে সাংবাদিক সমাজ। আমি মনে করি চাঁদপুর সংবাদ সেই কাজটি করেছে ২৫টি বছর। আগামিতেও এর ধারাহিকতা বজায় রাখবে। মুজিববর্ষ উপলক্ষে অনেক তথ্য ও উপাত্ত প্রকাশ পাবে চাঁদপুর সংবাদে আশা রাখি। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সাংবাদিক সমাজ কাজ করবে আমার বিশ্বাস। অনুষ্ঠানে কেককেটে দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার ২৫ বছর পূতি উৎসব পালন করেন অতিথিবৃন্দ।
এসময় ৭জন সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটারিয়ান ডাঃ নুসরাত জাহান মিথেল, মতলব বাজার জনতা ব্যাংক শাখার ম্যানেজার মোঃ শাহজালাল তফাদার, মতলব পৌর ভূমি কর্মকর্তা মোঃ হাবিব উল্যাহ, লাকশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ মাফুজুর রহমান শিপন, ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, নায়েরগাও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, ৪ নং নারায়নপুর ্উনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে চাঁদপুর সংবাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় এসে মিলিত হয়।