মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের উৎসাহ-উদ্দিপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোবিন্দপুর প্রিমিয়ার লীগের (ফুটবল) ১১তম আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর মাঠে এ প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন, জিপিএল’র প্রতিষ্ঠাতা মুন্সী মো. আবু হাসিব। এ সময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জিপিএল পরিচালনা কমিটির (২০২০-২৩) সভাপতি মুন্সী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু নাসের সুমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা সদস্য আব্দুস সালাম মুন্সি, পরিমল চন্দ্র দেবনাথ, সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
এ সময় জিপিএল পরিচালনা কমিটির (২০২০-২৩) সহ-সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মাসুদ, কোষাধ্যক্ষ কাউছার মোল্লা, দপ্তর সম্পাদক মোফাজ্জল মুন্সীসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী, স্থানীয় ও এলাকাবাসী এবং কয়েক শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্বোধনী খেলায় গোবিন্দপুর হোম ট্রাস্ট এসোসিয়েশন ও গোবিন্দপুর হটস্পার এসোসিয়েশন অংশ নেয়। এতে ২-১ গোলে গোবিন্দপুর হোম ট্রাস্ট এসোসিয়েশন জয়লাভ করে। এবারের জিপিএল ফুটবল টুর্ণামেন্টে ৪টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো, গোবিন্দপুর হটস্পার এসোসিয়েশন, গোবিন্দপুর ক্যাম্পিয়ন এসোসিয়েশন, গোবিন্দপুর স্পার্ক এসোসিয়েশন ও গোবিন্দপুর হোম ট্রাস্ট এসোসিয়েশন।