আদিত্যকে বিয়ে করছেন নেহা কাক্কর

  • আপডেট: ০৭:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০
  • ৩৮

অনলাইন ডেস্ক:ঢ়

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের সঙ্গে সম্প্রতি হিমাংশুর সম্পর্ক ভেঙে গেছে। এরপর থেকে সংবাদমাধ্যমজুড়ে আলোচনায় বিষয় হয়ে উঠেছেন নেহা।

এখন শোনা যাচ্ছে, নেহা ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্যকে বিয়ে করতে চলেছেন। তাদের এ বিয়েতে সম্মতি দিয়েছেন আদিত্যর বাবা উদিত নারায়ন নিজেই।

আদিত্য বর্তমানে ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আয়ডল ১১ এর উপস্থাপনার দায়িত্বে রয়েছেন। আর এই শোতে বিচারকের আসনে আছেন নেহা কাক্কর।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হন আদিত্যর বাবা মা উদিত নারায়ণ ও দীপা নারায়ণ। শোতে উদিত নারায়ণ বলেন, ইন্ডিয়ান আইডল শোটি এবার তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ এই শোয়ের বিচারক নেহা, যে তার পুত্রবধূ হতে চলেছেন। তবে এখানেই শেষ নয় নেহাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন উদিত নারায়ণের স্ত্রীও।

নেহার বাবা মাও আদিত্যকে জামাই হিসেবে মেনে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। নেহাকে তিনি বিয়ে করে তবেই বাড়িতে ফিরবেন বলেও জানান উদিত নারায়ণর ছেলে। যদিও শোতে পুরো ব্যাপারটাই ছিল নিছক জোকস।

তথ্যসূত্র জিনিউজ।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আদিত্যকে বিয়ে করছেন নেহা কাক্কর

আপডেট: ০৭:৫৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০

অনলাইন ডেস্ক:ঢ়

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের সঙ্গে সম্প্রতি হিমাংশুর সম্পর্ক ভেঙে গেছে। এরপর থেকে সংবাদমাধ্যমজুড়ে আলোচনায় বিষয় হয়ে উঠেছেন নেহা।

এখন শোনা যাচ্ছে, নেহা ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্যকে বিয়ে করতে চলেছেন। তাদের এ বিয়েতে সম্মতি দিয়েছেন আদিত্যর বাবা উদিত নারায়ন নিজেই।

আদিত্য বর্তমানে ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আয়ডল ১১ এর উপস্থাপনার দায়িত্বে রয়েছেন। আর এই শোতে বিচারকের আসনে আছেন নেহা কাক্কর।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হন আদিত্যর বাবা মা উদিত নারায়ণ ও দীপা নারায়ণ। শোতে উদিত নারায়ণ বলেন, ইন্ডিয়ান আইডল শোটি এবার তার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এর কারণ এই শোয়ের বিচারক নেহা, যে তার পুত্রবধূ হতে চলেছেন। তবে এখানেই শেষ নয় নেহাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন উদিত নারায়ণের স্ত্রীও।

নেহার বাবা মাও আদিত্যকে জামাই হিসেবে মেনে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। নেহাকে তিনি বিয়ে করে তবেই বাড়িতে ফিরবেন বলেও জানান উদিত নারায়ণর ছেলে। যদিও শোতে পুরো ব্যাপারটাই ছিল নিছক জোকস।

তথ্যসূত্র জিনিউজ।