• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের পিতা ও ২ মেয়েসহ নিহত ৩, গুরুতর আহত ২

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির সঙ্গে দুটি প্রাইভেটকারের সংঘর্ষে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক ও তার দুই মেয়ে নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় তার স্ত্রী ও ছেলে আহত হয়েছেন।

শনিবার সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদার হাট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাইফুজ্জামান মন্টু এবং তার দুই মেয়ে তাসফিয়া (১৪) ও তাসরিন (১২)।

নিহতদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কালোচো উত্তর ইউনিয়নের খান বাড়ি। নিহত মন্টু ওই বাড়ির আব্দুর রহমান খানের ছেলে। তার ভাই ডঃ মোস্তফা কামাল নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক।

এ দুর্ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী কনিকা আক্তার ও ১০ বছর বয়সের শিশু পুত্র মন্টি। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সাইফুজ্জামান তার স্ত্রী, ছেলে ও দুই মেয়েকে নিয়ে বান্দরবান ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে সকালে ফৌজদারহাট বন্দর সড়কের মোডে একটি লরি দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এ সময় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। আহত হন তাদের বাবা-মাসহ অপর এক শিশু। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সাইফুজ্জামান মন্টু মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ঘাতক লরি ও ড্রাইভারকে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ আজ শনিবার রাতে চাঁদপুরের হাজীগঞ্জের কালচোঁ গ্রামের নিজ বাড়িতে দাফন করা হবে।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!