বিবাহ না হতেই অন্তঃসত্ত্বার জন্য পাগল কিয়ারা

  • আপডেট: ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ২৯

বলিউডি কাঁপানো বর্তমানের সুপার হিট নায়িকা কিয়ারা আদভানি। তার কথায় হঠাতই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা তার ভক্তদের। বিবাহের পূর্বেই অন্তঃস্বত্ত্বার জন্য মরিয়া এই অভিনেত্রী।

বেশি দিন হয়নি বলিউডে আত্মপ্রকাশ করেছেন তিনি। কিন্তু গ্ল্যামার আর অভিনয় গুণে জয় করে নিয়েছেন অগণিত দর্শকের মন। তিনি কিয়ারা আদভানি। বলিউডের এই সময়কার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী। চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি কবির সিং’র নায়িকা কিয়ারা আডভানি ‘গুড নিউজে’ কারিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

তৈমুরের জন্মের পর প্রথমে ভিরে দি ওয়েডিং এবং তারপর গুড নিউজ, মা হওয়ার পর ফের ক্যারিয়ারের মধ্য গগণে পৌঁছে গিয়েছেন কারিনা কাপুর খান। মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন তিনি। তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন।

ভারতীয় গণমাধ্যমে কারিনা জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরণের ফল, সবজি খাওয়ার কথা বলা হতো তাকে। সেই কারণে সব ধরনের সবজি খেতে হতো তাকে। কারিনার সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও।তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে, সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেওয়া হয়।

এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন কিয়ারা আদভানি। তিনি জানান, যা ইচ্ছে তাই খেতে পারবেন, এসব ভেবেই ভালো লাগছে তার। তিনিও অন্তঃসত্ত্বা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন, এটার জন্য তিনিও অন্তঃসত্ত্বা হতে চান।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

বিবাহ না হতেই অন্তঃসত্ত্বার জন্য পাগল কিয়ারা

আপডেট: ০৩:৪৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

বলিউডি কাঁপানো বর্তমানের সুপার হিট নায়িকা কিয়ারা আদভানি। তার কথায় হঠাতই পিলে চমকে যাওয়ার মতো অবস্থা তার ভক্তদের। বিবাহের পূর্বেই অন্তঃস্বত্ত্বার জন্য মরিয়া এই অভিনেত্রী।

বেশি দিন হয়নি বলিউডে আত্মপ্রকাশ করেছেন তিনি। কিন্তু গ্ল্যামার আর অভিনয় গুণে জয় করে নিয়েছেন অগণিত দর্শকের মন। তিনি কিয়ারা আদভানি। বলিউডের এই সময়কার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী। চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ছবি কবির সিং’র নায়িকা কিয়ারা আডভানি ‘গুড নিউজে’ কারিনা কাপুর খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন।

তৈমুরের জন্মের পর প্রথমে ভিরে দি ওয়েডিং এবং তারপর গুড নিউজ, মা হওয়ার পর ফের ক্যারিয়ারের মধ্য গগণে পৌঁছে গিয়েছেন কারিনা কাপুর খান। মা হওয়ার পর যেহেতু নতুন করে শুটিং শুরু করেন তিনি। তাই অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা কিয়ারার সঙ্গে শেয়ার করতে শুরু করেন।

ভারতীয় গণমাধ্যমে কারিনা জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় সব ধরণের ফল, সবজি খাওয়ার কথা বলা হতো তাকে। সেই কারণে সব ধরনের সবজি খেতে হতো তাকে। কারিনার সঙ্গে যোগ দেন অক্ষয় কুমারও।তিনি বলেন, অন্তঃসত্ত্বা হলে, সেই মহিলাকে অনেক লাড্ডুও খেতে দেওয়া হয়।

এসব শোনার পরই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেন কিয়ারা আদভানি। তিনি জানান, যা ইচ্ছে তাই খেতে পারবেন, এসব ভেবেই ভালো লাগছে তার। তিনিও অন্তঃসত্ত্বা হতে চান। যা খেতে চান, তখন তাই খেতে পারবেন, এটার জন্য তিনিও অন্তঃসত্ত্বা হতে চান।