মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কবির

  • আপডেট: ০১:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
  • ২৪

মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি আংশিকভাবে ঘোষিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বি এইচ এম কবির আহমেদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মুঠোফোনে বলেন, গত শুক্রবার ওই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিলরদের পরোক্ষ মতামত এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশিদের মধ্যকার সমঝোতার ভিত্তিতে স্থানীয় সাংসদ ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ওই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, ১৬ বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পর গত শুক্রবার সকাল দশটায় উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আইনজীবী মো. নুরুল আমিন রুহুল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সহসম্পাদক নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ উল্লাহ, মনজুর আহমেদ মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক কবির

আপডেট: ০১:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯

মতলব প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি আংশিকভাবে ঘোষিত হয়েছে। এতে আগামী তিন বছরের জন্য কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এইচ এম গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বি এইচ এম কবির আহমেদ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল মুঠোফোনে বলেন, গত শুক্রবার ওই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অংশগ্রহণকারী কাউন্সিলরদের পরোক্ষ মতামত এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশিদের মধ্যকার সমঝোতার ভিত্তিতে স্থানীয় সাংসদ ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে ওই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, ১৬ বছরের বেশি সময় অতিবাহিত হওয়ার পর গত শুক্রবার সকাল দশটায় উপজেলা সদরের নিউ হোস্টেল মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ ভূঁইয়া। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আইনজীবী মো. নুরুল আমিন রুহুল। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সহসম্পাদক নির্মল গোস্বামী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদ উল্লাহ, মনজুর আহমেদ মঞ্জু ও যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ।