গাজী মহিনউদ্দিন:
৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন। মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার কলেজ অডিটরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বি.এল.এফ ক-অঞ্চলের কমান্ডার, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম (মহন)।
কর্মাস কলেজের উপাধ্যক্ষ মো. খালেদ হোসাইন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খাজা সফিউল বাসার রুজমন, প্রভাষক মো. আলমগীর হোসেন, ফাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন, আসমা সাদী, ফাহিমা আক্তারপ্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আকসা বিনতে সালাউদ্দিন, ক্রিপিটক পাঠ করেন বৃষ্টি রাণী।
এ দিকে সকাল সাড়ে ৬টায় উপজেলা পরিষদ সংলগ্ন মৃতুজ্ঞয়ী মুজিব চত্ত্বরে শ্রদ্ধাঞ্জলি পুষ্প অর্পন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
শিরোনাম:
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনে মহান বিজয় দিবস উদযাপন
Tag :
সর্বাধিক পঠিত