শাহরাস্তিতে “তারুণ্যের আলো সমাজ সংঘ” নির্বাচন; সভাপতি রাসেল সম্পাদক শাহ আলম 

  • আপডেট: ০৩:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
  • ২৪

শাহরাস্তি প্রতিনিধি:

মহান বিজয় দিবসে দিবসটির মাহাত্ম্যের সাথে মিল রেখে ৭১ সংখ্যা বিশিষ্ট নিবন্ধিত সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ শাহরাস্তিতে “তারুণ্যের আলো সমাজ সংঘ” এর ১ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  সকাল সাড়ে আটটায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী  ভোটগ্রহণ চলে। এলাকার তরুণ সমাজের উদ্যোগে আত্মপ্রকাশ করা শিক্ষামূলক এ সংগঠনটির  নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট প্রয়োগ করেন বলে জানা গেছে এবং ভোট প্রয়োগ শেষে গণনা করে এলাকার গণ্যমান্য ব্যাক্তির্গের উপস্থিতিতে  সংগঠনটির উপদেষ্টা ও প্রধান নির্বাচন পরিচালনাকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত আল আমিন ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায় সভাপতি হিসেবে নির্বাচিত হয় ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধীনে কামেল সম্পন্ন করা দৈয়ারা গ্রামের রাসেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতক পড়ুয়া একই গ্রামের শাহ আলম শাকিব। সূত্রে জানা গেছে, ৩ জন করে মোট ৬ জন প্রার্থী সংগঠনটির গুরুত্বপূর্ণ এ দুটি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে নির্বাচন পরিচালনা পর্ষদ পদ দুটিতে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের নাম প্রকাশ করলেও সকল প্রার্থীর সম্মতিতে  প্রতিদ্বন্দ্বীদের সাথে নির্বাচিতদের ভোটের ব্যবধান প্রকাশ থেকে বিরত থাকে।

সদ্য নির্বাচিত সংগঠনটির সভাপতি রাসেল হোসেন তার স্বাগত বক্তব্যে সংঘের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংঘের আগামীর পথচলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। আর সাধারণ সম্পাদক শাহ আলম শাকিব তার বক্তব্যে চলমান বিজয়ের মাসেই পূর্ণাঙ্গ কমিটি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সংঘের গঠনতন্ত্রকে সমুন্নত  রেখে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। নির্বাচনে ভোট দেয়া আরিফুল নামে সংগঠনের একজন সদস্য বলেন, “খুবই ভালো লাগছে আজকে সংঘের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।” এছাড়াও শাহাদাত নামে আরেকজন ভোটার বলেন, “সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য ভালো লাগাতেই এ সংগঠনের শুরু থেকেই আছি।” জানা গেছে, দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছাসেবী মনোভাব ও সংঘের অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেন।

উল্লেখ্য, “শিক্ষা সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার” স্লোগানকে সামনে রেখে এ বছরের ঈদুল আযহার পরপরই “তারুণ্যের আলো সমাজ সংঘ” নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে এবং আজকের নির্বাচনের মাধ্যমে আহবায়ক কমিটির বিলুপ্তি ঘটে নতুন কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হয়। জানা যায় শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব সংগঠনটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গরিব-মেধাবী জেএসসি বা সমমান পরীক্ষার্থীদের ফর্ম পূরণে আর্থিক সহায়তা, এসএসসি বা সমমান পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ব্যয় নির্বাহের পাশাপাশি আরো  বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

শাহরাস্তিতে “তারুণ্যের আলো সমাজ সংঘ” নির্বাচন; সভাপতি রাসেল সম্পাদক শাহ আলম 

আপডেট: ০৩:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯

শাহরাস্তি প্রতিনিধি:

মহান বিজয় দিবসে দিবসটির মাহাত্ম্যের সাথে মিল রেখে ৭১ সংখ্যা বিশিষ্ট নিবন্ধিত সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আজ শাহরাস্তিতে “তারুণ্যের আলো সমাজ সংঘ” এর ১ম দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  সকাল সাড়ে আটটায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী  ভোটগ্রহণ চলে। এলাকার তরুণ সমাজের উদ্যোগে আত্মপ্রকাশ করা শিক্ষামূলক এ সংগঠনটির  নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোটার ভোট প্রয়োগ করেন বলে জানা গেছে এবং ভোট প্রয়োগ শেষে গণনা করে এলাকার গণ্যমান্য ব্যাক্তির্গের উপস্থিতিতে  সংগঠনটির উপদেষ্টা ও প্রধান নির্বাচন পরিচালনাকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত আল আমিন ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায় সভাপতি হিসেবে নির্বাচিত হয় ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধীনে কামেল সম্পন্ন করা দৈয়ারা গ্রামের রাসেল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে স্নাতক পড়ুয়া একই গ্রামের শাহ আলম শাকিব। সূত্রে জানা গেছে, ৩ জন করে মোট ৬ জন প্রার্থী সংগঠনটির গুরুত্বপূর্ণ এ দুটি পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। তবে নির্বাচন পরিচালনা পর্ষদ পদ দুটিতে সর্বোচ্চ ভোট প্রাপ্তদের নাম প্রকাশ করলেও সকল প্রার্থীর সম্মতিতে  প্রতিদ্বন্দ্বীদের সাথে নির্বাচিতদের ভোটের ব্যবধান প্রকাশ থেকে বিরত থাকে।

সদ্য নির্বাচিত সংগঠনটির সভাপতি রাসেল হোসেন তার স্বাগত বক্তব্যে সংঘের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংঘের আগামীর পথচলায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। আর সাধারণ সম্পাদক শাহ আলম শাকিব তার বক্তব্যে চলমান বিজয়ের মাসেই পূর্ণাঙ্গ কমিটি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সংঘের গঠনতন্ত্রকে সমুন্নত  রেখে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। নির্বাচনে ভোট দেয়া আরিফুল নামে সংগঠনের একজন সদস্য বলেন, “খুবই ভালো লাগছে আজকে সংঘের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে।” এছাড়াও শাহাদাত নামে আরেকজন ভোটার বলেন, “সংঘের লক্ষ্য ও উদ্দেশ্য ভালো লাগাতেই এ সংগঠনের শুরু থেকেই আছি।” জানা গেছে, দৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করে তরুণ সমাজের এমন স্বেচ্ছাসেবী মনোভাব ও সংঘের অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ার প্রশংসা করেন।

উল্লেখ্য, “শিক্ষা সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার” স্লোগানকে সামনে রেখে এ বছরের ঈদুল আযহার পরপরই “তারুণ্যের আলো সমাজ সংঘ” নামক স্বেচ্ছাসেবী সংগঠনটি ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন আহবায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করে এবং আজকের নির্বাচনের মাধ্যমে আহবায়ক কমিটির বিলুপ্তি ঘটে নতুন কার্যনির্বাহী পরিষদের যাত্রা শুরু হয়। জানা যায় শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব সংগঠনটি তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে গরিব-মেধাবী জেএসসি বা সমমান পরীক্ষার্থীদের ফর্ম পূরণে আর্থিক সহায়তা, এসএসসি বা সমমান পরীক্ষার্থীদের ফর্ম পূরণ ব্যয় নির্বাহের পাশাপাশি আরো  বিভিন্ন সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলছে।