• ঢাকা
  • বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩০ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারীর স্থান নেই : নাছিরউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

হাজীগঞ্জ, ৩০ নভেম্বর, শনিবার॥
হাজীগঞ্জ দ্বাদশগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাসিরকোট কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছিরউদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান নেই। জননেত্রী শেখ হাসিনা যে শুদ্ধি অভিযান শুরু করেছে মফস্বল পর্যায়েও সেই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, যারা দুর্দিনে আওয়ামী লীগের কাণ্ডারী হিসেবে কাজ করেছে তাদেরকে ভোটের মাধ্যমে মূল্যায়ণ করবেন।
তিনি বলেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশে^ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ বিশে^ আজ উন্নয়ণের রোল মডেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দীন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহমদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মজুমদার, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, মাহফুজুর রহমান ইউছুফ পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নব-নির্বাচিত আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন গাজী, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. শফিকুর রহমান, আনোয়ার হোসেন বতু, মুসা কলিম উল্যাহ, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক এম এ হাসেম প্রমূখ।
সম্মেলনে সভাপতি পদে আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক পদে দ্বাদশ গ্রাম ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • রাজনীতি এর আরও খবর
error: Content is protected !!