নতুনেরকথা ডেস্কঃ
মোবাইল ফোনে সম্পর্ক করে পিরোজপুর শহরে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনা পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। তারা হলো, সদর থানার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)। শনিবার তাদের গ্রেফতার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুল ইসলাম বাদল জানান, শুক্রবার রাতে ওই যুবতীকে পাঁচ জন মিলে গণধর্ষণ করে। শনিবার সকাল ৭টায় মেয়েটি পিরোজপুর সদর থানায় এসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে এ ঘটনা জানায়। পরে অভিযোগে সে জানায় পূর্ব পরিচয়ের জের ধরে গ্রেফতার শুভ শেখ মেয়েটিকে শুক্রবার সন্ধ্যায় শহরের সিও অফিসের মোড় থেকে মোটরসাইকেল করে কৈবর্তখালী নিয়ে পাঁচ জন মিলে গণধর্ষণ করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আজ শনিবার শুভ ও বেলালকে ঘটনাস্থলের আশেপাশে থেকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা হয়েছে। পলাতকদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।