অনলাইন ডেস্ক:
ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকালবেলাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচজন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফরিদপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল।
হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সকালে এনটিভি অনলাইনকে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো বলেন, এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।