আ. লীগ সাধারণ সম্পাদক দৌড়ে চাঁদপুরের ডা. দিপু মনি’সহ ৬ নাম আলোচনায়

  • আপডেট: ০৬:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৩৬

চাঁদপুর, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর:

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের বাকী আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকী। আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এ সম্মেলন। মাস দেড়েকের চেয়ে সময় কম হলেও কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক তা নিয়ে কারও কাছেই পরিষ্কার ধারণা নেই। আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা ধারণাই করতে পারছেন না দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে কেউ আসছেন না অপরিবর্তিত থাকছেন বর্তমান সাধারণ সম্পাদক। ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বড় অংশ পরিবর্তন হতে পারে–কেন্দ্রীয় নেতারা এমন একটি খবর জানালেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে তারা অন্ধকারে। দলের কেন্দ্রীয় দুই নেতা বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনাকে তারা বলতে শুনেছেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে কাজের লোক মাত্র ১৫ জন। যারা সবসময় রাজনীতিটাই করছে। দলীয় কাজে পাওয়া যায় তাদের। সে ধারণা থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেকেই বাদ যেতে পারেন বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, কে হবেন দলের সাধারণ সম্পাদক তা নিয়ে সারা দেশের মানুষের যেমন কৌতূহল আছে তেমনি আওয়ামী লীগের নেতাদেরও আছে। তবে এই দলে সম্মেলনের মধ্য দিয়ে নেতা হয়। তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, জনগণের প্রত্যাশা ও দলের জন্য রাজনীতির জন্য যিনি সব থেকে যোগ্য হবেন তাকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এখানে যোগ্যতাই একমাত্র মাপকাঠি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, সাধারণ সম্পাদক পরিবর্তন হতে পারে এমন খবর সর্বত্র ঘুরপাক খেলেও কে হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক সে সম্পর্কে এবার কোনো ধারণা করাই যাচ্ছে না। তবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে অনেকবার প্রধানমন্ত্রীকে কথা বলতে শুনেছেন কেন্দ্রীয় নেতারা। কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা অস্পষ্ট থেকে যাওয়ার ফলে কেন্দ্রীয় নেতা ও নতুন নেতা হতে চান যারা তারা সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করছেন। কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবেন তা বুঝে উঠতে পারছেন না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা যাতায়াত করলেও কারও পেছনেই তেমন ‘প্রটোকল’ দেখা যায় না। বর্তমান ও সম্ভাব্য নেতারা মনে করছেন, প্রটোকল দিতে গিয়ে আবার কার না কপাল পোড়ে। তাই আগে থেকেই ‘শিওর’ হতে চান ও সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল হতে চান পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন। জানা গেছে, কেন্দ্রীয় নেতারাও একে অন্যকে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসা করেন ‘বোঝা গেল কে হচ্ছেন সাধারণ সম্পাদক’?

আরো পড়ুন :কচুয়া সপ্রাবিতে সমাপনী পরক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, বর্তমান কমিটির ৪০-৫০ নেতা পদ হারাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে দলের নেতাদের ভেতরে সবচেয়ে আকা•ক্ষার যে পদ সাধারণ সম্পাদক সে গুরুদায়িত্ব শেখ হাসিনা কার হাতে তুলে দেবেন এখনো পরিষ্কার হয়নি তা। কেন্দ্রীয় নেতারা বলেন, এর আগের সম্মেলনগুলোতে কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা আঁচ করা গেলেও এবার সম্পূর্ণ ব্যতিক্রম। দলীয় সভাপতি শেখ হাসিনা এই নিয়ে কারও সঙ্গে এখন পর্যন্ত আলোচনা করেননি। তবে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বিভিন্ন নেতাদের দলে ‘কন্ট্রিবিউশন’ নিয়ে কথা বলেছেন বলে জানান সম্পাদকমণ্ডলীর তিন নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দুজন বলেন, নানা দিক থেকে দলের অন্তত ছয়জন নেতাকে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হতে শুনেছেন তারা। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী রয়েছেন। গণভবন, আওয়ামী লীগ কার্যালয়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও তাদের নিয়ে ভাবতে শুরু করেছেন। কেন্দ্রীয় নেতারা হিসাব কষছেন এদের মধ্যে কে আবার বেশি যোগ্য। কার দলের জন্য কী অবদান রয়েছে সেগুলো নিয়ে।

আরো পড়ুন :হাইমচরের জাহাঙ্গীর এখনো জানেন না স্ত্রী-সন্তান মারা গেছে

গত সপ্তাহে স্বল্প পরিসরে কয়েকজন ঘনিষ্ঠজনকে নিয়ে গণভবনে একটি চা-চক্রে শেখ হাসিনা দুজন সম্পাদকমণ্ডলীর নেতা নিয়ে মন্তব্য করেন, এরা কখনো ছাত্রলীগ করেনি। তবুও তাদের আমি এতদূর এনেছি। নেতা বানিয়েছি। সম্পাদকমণ্ডলীর আরেকজন নেতাকে নিয়ে শেখ হাসিনা বলেন, ওই নেতা দুর্দিনে ছাত্রলীগ করেছে, পথেঘাটে ঘুরে বেরিয়েছে কিন্তু তাকে কিছু দিতে পারিনি আমি। পরে শেখ হাসিনা যোগ করেন, কী বলো তাকে এবার বড় নেতা বানিয়ে দেব নাকি? সম্পাদকমণ্ডলীর আরেক নেতার বিভিন্ন মহলে যোগাযোগের ব্যাপারটি উঠে এলে প্রধানমন্ত্রী বলেন, অসুবিধা কোথায়, নেতা হলে যোগাযোগ বেড়ে যাবে। সভাপতিমণ্ডলীর এক সদস্য নিয়ে কথা উঠলে সে সম্পর্কে বলেন, পারবে তো? চলমান শুদ্ধি অভিযানে বিতর্কিত আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য নিয়ে কথা উঠলে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাকে আমি এত ক্ষমতা দিলাম, সুযোগ দিলাম সে সবকিছুর অপব্যবহার করেছে। তাকে সামনে আর কোনো সুযোগ দেওয়া হবে ভুল সিদ্ধান্ত।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বলেন, ক্ষমতার এ মেয়াদে শেখ হাসিনা দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ওই দুই নেতা বলেন, তাই তারুণ্যনির্ভর, যোগ্য, মেধাসম্পন্ন ও ত্যাগীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ক্লিন ইমেজের কেন্দ্রীয় কমিটিই হবে এবার। পাশাপাশি দলের পদ-পদবি ব্যবহার করে যারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন, দলের দুর্নাম করেছেন সেসব নেতাকে পদ থেকে সরিয়ে দেবেন। এটাই হলো শেখ হাসিনার চ্যালেঞ্জ। ওই দুই নেতা আরও বলেন, সম্পূর্ণ ক্লিন ইমেজের নেতা দিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা মুজিববর্ষ উদযাপন করবেন বলেই দলের সর্বস্তরে মনোনিবেশ করেছেন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

আ. লীগ সাধারণ সম্পাদক দৌড়ে চাঁদপুরের ডা. দিপু মনি’সহ ৬ নাম আলোচনায়

আপডেট: ০৬:১৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯

চাঁদপুর, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর:

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের বাকী আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকী। আগামী ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এ সম্মেলন। মাস দেড়েকের চেয়ে সময় কম হলেও কে হচ্ছেন আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক তা নিয়ে কারও কাছেই পরিষ্কার ধারণা নেই। আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতা ধারণাই করতে পারছেন না দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে কেউ আসছেন না অপরিবর্তিত থাকছেন বর্তমান সাধারণ সম্পাদক। ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বড় অংশ পরিবর্তন হতে পারে–কেন্দ্রীয় নেতারা এমন একটি খবর জানালেও সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে তারা অন্ধকারে। দলের কেন্দ্রীয় দুই নেতা বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনাকে তারা বলতে শুনেছেন, কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে কাজের লোক মাত্র ১৫ জন। যারা সবসময় রাজনীতিটাই করছে। দলীয় কাজে পাওয়া যায় তাদের। সে ধারণা থেকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অনেকেই বাদ যেতে পারেন বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান বলেন, কে হবেন দলের সাধারণ সম্পাদক তা নিয়ে সারা দেশের মানুষের যেমন কৌতূহল আছে তেমনি আওয়ামী লীগের নেতাদেরও আছে। তবে এই দলে সম্মেলনের মধ্য দিয়ে নেতা হয়। তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, জনগণের প্রত্যাশা ও দলের জন্য রাজনীতির জন্য যিনি সব থেকে যোগ্য হবেন তাকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এখানে যোগ্যতাই একমাত্র মাপকাঠি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, সাধারণ সম্পাদক পরিবর্তন হতে পারে এমন খবর সর্বত্র ঘুরপাক খেলেও কে হচ্ছেন পরবর্তী সাধারণ সম্পাদক সে সম্পর্কে এবার কোনো ধারণা করাই যাচ্ছে না। তবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে অনেকবার প্রধানমন্ত্রীকে কথা বলতে শুনেছেন কেন্দ্রীয় নেতারা। কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা অস্পষ্ট থেকে যাওয়ার ফলে কেন্দ্রীয় নেতা ও নতুন নেতা হতে চান যারা তারা সবাই সাবধানতা অবলম্বন করে চলাফেরা করছেন। কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াবেন তা বুঝে উঠতে পারছেন না। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতারা যাতায়াত করলেও কারও পেছনেই তেমন ‘প্রটোকল’ দেখা যায় না। বর্তমান ও সম্ভাব্য নেতারা মনে করছেন, প্রটোকল দিতে গিয়ে আবার কার না কপাল পোড়ে। তাই আগে থেকেই ‘শিওর’ হতে চান ও সম্ভাবনা সম্পর্কে ওয়াকিবহাল হতে চান পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন। জানা গেছে, কেন্দ্রীয় নেতারাও একে অন্যকে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসা করেন ‘বোঝা গেল কে হচ্ছেন সাধারণ সম্পাদক’?

আরো পড়ুন :কচুয়া সপ্রাবিতে সমাপনী পরক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আরও বলেন, বর্তমান কমিটির ৪০-৫০ নেতা পদ হারাচ্ছেন তা অনেকটাই নিশ্চিত। তবে দলের নেতাদের ভেতরে সবচেয়ে আকা•ক্ষার যে পদ সাধারণ সম্পাদক সে গুরুদায়িত্ব শেখ হাসিনা কার হাতে তুলে দেবেন এখনো পরিষ্কার হয়নি তা। কেন্দ্রীয় নেতারা বলেন, এর আগের সম্মেলনগুলোতে কে হচ্ছেন সাধারণ সম্পাদক তা আঁচ করা গেলেও এবার সম্পূর্ণ ব্যতিক্রম। দলীয় সভাপতি শেখ হাসিনা এই নিয়ে কারও সঙ্গে এখন পর্যন্ত আলোচনা করেননি। তবে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে বিভিন্ন নেতাদের দলে ‘কন্ট্রিবিউশন’ নিয়ে কথা বলেছেন বলে জানান সম্পাদকমণ্ডলীর তিন নেতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ দুজন বলেন, নানা দিক থেকে দলের অন্তত ছয়জন নেতাকে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হতে শুনেছেন তারা। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মাহবুব-উল-আলম হানিফ, আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী রয়েছেন। গণভবন, আওয়ামী লীগ কার্যালয়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও তাদের নিয়ে ভাবতে শুরু করেছেন। কেন্দ্রীয় নেতারা হিসাব কষছেন এদের মধ্যে কে আবার বেশি যোগ্য। কার দলের জন্য কী অবদান রয়েছে সেগুলো নিয়ে।

আরো পড়ুন :হাইমচরের জাহাঙ্গীর এখনো জানেন না স্ত্রী-সন্তান মারা গেছে

গত সপ্তাহে স্বল্প পরিসরে কয়েকজন ঘনিষ্ঠজনকে নিয়ে গণভবনে একটি চা-চক্রে শেখ হাসিনা দুজন সম্পাদকমণ্ডলীর নেতা নিয়ে মন্তব্য করেন, এরা কখনো ছাত্রলীগ করেনি। তবুও তাদের আমি এতদূর এনেছি। নেতা বানিয়েছি। সম্পাদকমণ্ডলীর আরেকজন নেতাকে নিয়ে শেখ হাসিনা বলেন, ওই নেতা দুর্দিনে ছাত্রলীগ করেছে, পথেঘাটে ঘুরে বেরিয়েছে কিন্তু তাকে কিছু দিতে পারিনি আমি। পরে শেখ হাসিনা যোগ করেন, কী বলো তাকে এবার বড় নেতা বানিয়ে দেব নাকি? সম্পাদকমণ্ডলীর আরেক নেতার বিভিন্ন মহলে যোগাযোগের ব্যাপারটি উঠে এলে প্রধানমন্ত্রী বলেন, অসুবিধা কোথায়, নেতা হলে যোগাযোগ বেড়ে যাবে। সভাপতিমণ্ডলীর এক সদস্য নিয়ে কথা উঠলে সে সম্পর্কে বলেন, পারবে তো? চলমান শুদ্ধি অভিযানে বিতর্কিত আওয়ামী লীগের আরেক সভাপতিমণ্ডলীর সদস্য নিয়ে কথা উঠলে আওয়ামী লীগ সভাপতি বলেন, তাকে আমি এত ক্ষমতা দিলাম, সুযোগ দিলাম সে সবকিছুর অপব্যবহার করেছে। তাকে সামনে আর কোনো সুযোগ দেওয়া হবে ভুল সিদ্ধান্ত।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর দুই সদস্য বলেন, ক্ষমতার এ মেয়াদে শেখ হাসিনা দলকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ওই দুই নেতা বলেন, তাই তারুণ্যনির্ভর, যোগ্য, মেধাসম্পন্ন ও ত্যাগীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, ক্লিন ইমেজের কেন্দ্রীয় কমিটিই হবে এবার। পাশাপাশি দলের পদ-পদবি ব্যবহার করে যারা আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন, দলের দুর্নাম করেছেন সেসব নেতাকে পদ থেকে সরিয়ে দেবেন। এটাই হলো শেখ হাসিনার চ্যালেঞ্জ। ওই দুই নেতা আরও বলেন, সম্পূর্ণ ক্লিন ইমেজের নেতা দিয়ে দলীয় সভাপতি শেখ হাসিনা মুজিববর্ষ উদযাপন করবেন বলেই দলের সর্বস্তরে মনোনিবেশ করেছেন তিনি।