চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠ করদাতা হয়েছে ৭জন

  • আপডেট: ০৫:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • ৩৫

চাঁদপুর, ১২ নভেম্বর, বুধবার॥

২০১৮-২০১৯ অর্থ বছরে দুই ক্যাটাগরিতে চাঁদপুর জেলার ৭জনকে সর্বোচ্চ করদাতা নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বিভাগ (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে দুই ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠ করাদাতা নির্বাচিত করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কর অঞ্চল কুমিল্লার পক্ষ থেকে হোটেল নুর জাহানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও শ্রেষ্ঠ করদাতার সনদপত্র তুলে দেয়া হয়।

শ্রেষ্ঠদের মধ্যে দীর্ঘ মেয়াদি করাদাতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী ও ডাঃ পরেশ পাল।
সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন-ফারুক আহম্মেদ আখন্দ, আবদুল লতিফ তপাদার, আব্দুল হান্নান, পলাশ পাল ও মাহবুবা বেগম।
সর্বোচ্চ কর দাতাদের মধ্যে অনেকেই একাধিকবার সর্বোচ্চ করা দাতা হিসেবে পূর্বে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে দশমবারের মত সারাদেশের ন্যয় চাঁদপুরে কর মেলা অনুষ্ঠিত হবে।

Tag :
সর্বাধিক পঠিত

হাজীগঞ্জে ৯ কিশোর গ্যাং আটক

চাঁদপুরে জেলায় শ্রেষ্ঠ করদাতা হয়েছে ৭জন

আপডেট: ০৫:১৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯

চাঁদপুর, ১২ নভেম্বর, বুধবার॥

২০১৮-২০১৯ অর্থ বছরে দুই ক্যাটাগরিতে চাঁদপুর জেলার ৭জনকে সর্বোচ্চ করদাতা নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বিভাগ (এনবিআর)। করদাতাদের উৎসাহিত করতে দুই ক্যাটাগরিতে এই শ্রেষ্ঠ করাদাতা নির্বাচিত করা হয়।

বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কর অঞ্চল কুমিল্লার পক্ষ থেকে হোটেল নুর জাহানে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও শ্রেষ্ঠ করদাতার সনদপত্র তুলে দেয়া হয়।

শ্রেষ্ঠদের মধ্যে দীর্ঘ মেয়াদি করাদাতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী ও ডাঃ পরেশ পাল।
সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন-ফারুক আহম্মেদ আখন্দ, আবদুল লতিফ তপাদার, আব্দুল হান্নান, পলাশ পাল ও মাহবুবা বেগম।
সর্বোচ্চ কর দাতাদের মধ্যে অনেকেই একাধিকবার সর্বোচ্চ করা দাতা হিসেবে পূর্বে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে দশমবারের মত সারাদেশের ন্যয় চাঁদপুরে কর মেলা অনুষ্ঠিত হবে।