• ঢাকা
  • শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ১০ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগ কার্যালয়ে জুয়ার আসর:আটক ৭

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]

অনলাইন ডেস্ক:

আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ম করেই জুয়ার আসর বসছিল কিছুদিন ধরে। এলাকার মানুষ পুলিশকেও জানিয়েছিল কয়েকবার। কিন্তু পুলিশ তাতে গা করেনি। শেষ পর্যন্ত এলাকাবাসী ফোনে জানান রাজশাহী মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

কর্মকর্তাদের নির্দেশ পেয়ে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ওসি মনসুর আলী হড়গ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালান শনিবার রাতে। জুয়া খেলার উপকরণসহ সাত জুয়ারিকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মতিউর রহমান (৫৩), হারান চন্দ্র দাস (৪২), হাসান আলী (৩৫), জামাল উদ্দিন (৪৮), ইউসুফ আলী (৫০), আমজাদ হোসেন (৪০) ও রাজু হোসেন (৩৪)। অভিযানের সময় পালিয়ে যায় আরও তিনজন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলীর নেতৃত্বে আওয়ামী লীগের কার্যালয়ে ক্যসিনো জুয়া খেলা চলছিল।

এর আগে এ নিয়ে এলাকাবাসীর মাঝে মাঝে ক্ষোভ থাকলেও বন্ধ হয়নি জুয়া। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পুলিশ অভিযান চালায় জুয়ার আসরে।

জুয়া খেলার সামগ্রীসহ সাত জনকে গ্রেফতার করা হয়। তবে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাজাহান আলী পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন কাশিয়াডাঙ্গা থানার এসআই মোকবুল হোসেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রাতে মোট আটজনের নামে মামলা করেছেন।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • সারা দেশ এর আরও খবর
error: Content is protected !!