এন্ড্রু কিশোরের জন্মদিন হাসপাতালে কাটছে

  • আপডেট: ০৮:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ৩৯

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ৬৪তম জন্মদিন আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন সুদূর সিঙ্গাপুরে। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই কিংবদন্তি গায়ক।

প্রিয় শিল্পীর জন্মদিনে অসুস্থ হয়ে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। বন্ধু-স্বজনহীন সুস্থতার অপেক্ষায় কাটছে তার দিন।সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে গত ১১ সেপ্টেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। ১২ সেপ্টেম্বর তার বায়োপসি করা হয়। এর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। সব মিলিয়ে ১৮টি কেমোথেরাপি দিতে হবে! চিকিৎসা ও কেমোথেরাপি শেষ করে আবারও গানের ভুবনে ফিরে আসবেন এন্ড্রু কিশোর এটিই প্রত্যাশা সবার।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি, সবাই তো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়ে না চোখের পলক ইত্যাদি।

বাংলা গানের এই কিংবদন্তি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

এন্ড্রু কিশোরের জন্মদিন হাসপাতালে কাটছে

আপডেট: ০৮:০৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের ৬৪তম জন্মদিন আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন সুদূর সিঙ্গাপুরে। ১৯৫৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে ভক্ত-অনুরাগীদের ভালোবাসার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই কিংবদন্তি গায়ক।

প্রিয় শিল্পীর জন্মদিনে অসুস্থ হয়ে পড়ে আছেন হাসপাতালের বিছানায়। বন্ধু-স্বজনহীন সুস্থতার অপেক্ষায় কাটছে তার দিন।সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে গত ১১ সেপ্টেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। ১২ সেপ্টেম্বর তার বায়োপসি করা হয়। এর পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার শরীরে ক্যান্সার ধরা পড়েছে। সব মিলিয়ে ১৮টি কেমোথেরাপি দিতে হবে! চিকিৎসা ও কেমোথেরাপি শেষ করে আবারও গানের ভুবনে ফিরে আসবেন এন্ড্রু কিশোর এটিই প্রত্যাশা সবার।

তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছুঁয়াতে খুঁজে পেয়েছি, সবাই তো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়ে না চোখের পলক ইত্যাদি।

বাংলা গানের এই কিংবদন্তি ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।