• ঢাকা
  • রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০১৯
সর্বশেষ আপডেট : ৩ নভেম্বর, ২০১৯

মতলবে ডিউড্রপস ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
[sharethis-inline-buttons]
মতলবে ডিউড্রপস ইন্টারন্যাশ স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান।

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণে ডিউড্রপস ইন্টারন্যাশ স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ২ নভেম্বর বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইয়্যেদুল আরেফিন শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক আলী আজগর।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটা. ডা. একেএম মাহাবুবুর রহমান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন মতলব কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর গ্রুপের উপদেষ্টা অ্যাডভোকেট মনির হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিউড্রপস ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সালমা আক্তার।

এ সময় চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ ও মতলব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোটা. রেদওয়ান আহমেদ জাকিরসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Sharing is caring!

[sharethis-inline-buttons]

আরও পড়ুন

  • মতলব দক্ষিণ এর আরও খবর
error: Content is protected !!