সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

  • আপডেট: ১২:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • ২২

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে সরকারি কেসি কলেজের শিক্ষার্থী ফিরোজ হোসেন, বাপ্পি হোসেন, শিমুল হোসেন, আরিফ উদ্দিন, আফসানা মিমিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাকিবকে নিষেধাজ্ঞামুক্ত করার ব্যাপারে বিসিবির আন্তরিকতার অভাব আছে।

সাকিব কোনো অপরাধ করেননি, ভুল করেছেন। এই ভুলের জন্য এতো বড় শাস্তি হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতে আন্তর্জাতিক একটি চক্র ষড়যন্ত্র করছে। তারা বলেন, ‘আমরা আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

আমরা চাই বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি হিসেবে সাকিবের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হোক। শাস্তি কমিয়ে শিগগিরই মাঠে ফিরে আসার সুযোগ দেয়া হোক ১৬ কোটি ক্রিকেটপ্রেমীর প্রাণ সাকিব আল হাসানকে।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

দেশে HMPV ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক

সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপডেট: ১২:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট প্রেমী শিক্ষার্থীরা অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে সরকারি কেসি কলেজের শিক্ষার্থী ফিরোজ হোসেন, বাপ্পি হোসেন, শিমুল হোসেন, আরিফ উদ্দিন, আফসানা মিমিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সাকিবকে নিষেধাজ্ঞামুক্ত করার ব্যাপারে বিসিবির আন্তরিকতার অভাব আছে।

সাকিব কোনো অপরাধ করেননি, ভুল করেছেন। এই ভুলের জন্য এতো বড় শাস্তি হতে পারে না। বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতে আন্তর্জাতিক একটি চক্র ষড়যন্ত্র করছে। তারা বলেন, ‘আমরা আইসিসির রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

আমরা চাই বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি হিসেবে সাকিবের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা হোক। শাস্তি কমিয়ে শিগগিরই মাঠে ফিরে আসার সুযোগ দেয়া হোক ১৬ কোটি ক্রিকেটপ্রেমীর প্রাণ সাকিব আল হাসানকে।