রাজশাহীর মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী শীশ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

  • আপডেট: ১২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৮

notunerkotha.com

রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী শীশ মোহাম্মদকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, একটি পিস্তুল ও হেরোইন জব্দ করে পুলিশ। সে গড়ের মাঠ এলাকার ইসরাইল হকের ছেলে।

রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ জানান, মঙ্গলবার রাতে রাজশাহীর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর মোড়স্থ প্রেমতলীগামী পাকা রাস্তার পাশে জনৈক আব্দুস ছালামের দোকানের সামনে থেকে শীশ মোহম্মদকে গ্রেফতারা করা হয়। এ সময় শীশ মোহম্মদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে ৫০০ গ্রাম হেরোইন ও ১৫টি সাদা পলিথিনের প্যাকেটে ১০০ পিচ করে ১ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়। এগুলো একটি ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা বালিশের ভিতরের তুলার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিলো।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শীশ মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনের ৪টি মামলা রয়েছে। শুক্রবার রাতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন দুটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাফিয়া চক্রের সদস্য হিসেবে পরিচিত শীশ মোহাম্মদ রাজশাহী অঞ্চলের চোরাকারবারির একাংশ নিয়ন্ত্রণ করে। এ অঞ্চলের শীর্ষ ১০ মাদক ব্যবসায়ীর তালিকায় তার নাম রয়েছে। মাদক ও অস্ত্রের কারবার করে সে কয়েক বছরে কোটিপতি বনে গেছে। মালিক হয়েছে একাধিক বাড়ি-গাড়ির। সম্প্রতি সে ভারতে পালানোর চেষ্টা করছিলো। কিন্তু ভিসা জটিলতায় সে দেশ ছাড়তে পারেনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

চাঁদপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

রাজশাহীর মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী শীশ অস্ত্র ও মাদকসহ গ্রেফতার

আপডেট: ১২:২৭:১১ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

notunerkotha.com

রাজশাহী অঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী শীশ মোহাম্মদকে (৩৫) পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলি, একটি পিস্তুল ও হেরোইন জব্দ করে পুলিশ। সে গড়ের মাঠ এলাকার ইসরাইল হকের ছেলে।

রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ জানান, মঙ্গলবার রাতে রাজশাহীর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে গোদাগাড়ী থানাধীন বিজয়নগর মোড়স্থ প্রেমতলীগামী পাকা রাস্তার পাশে জনৈক আব্দুস ছালামের দোকানের সামনে থেকে শীশ মোহম্মদকে গ্রেফতারা করা হয়। এ সময় শীশ মোহম্মদের কাছ থেকে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল, ২টি ম্যাগজিন, ৫টি প্যাকেটে ১০০ গ্রাম করে ৫০০ গ্রাম হেরোইন ও ১৫টি সাদা পলিথিনের প্যাকেটে ১০০ পিচ করে ১ হাজার ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়। এগুলো একটি ট্রাভেল ব্যাগের মধ্যে রাখা বালিশের ভিতরের তুলার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিলো।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শীশ মোহাম্মদ দীর্ঘদিন যাবৎ মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদক আইনের ৪টি মামলা রয়েছে। শুক্রবার রাতে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন দুটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাফিয়া চক্রের সদস্য হিসেবে পরিচিত শীশ মোহাম্মদ রাজশাহী অঞ্চলের চোরাকারবারির একাংশ নিয়ন্ত্রণ করে। এ অঞ্চলের শীর্ষ ১০ মাদক ব্যবসায়ীর তালিকায় তার নাম রয়েছে। মাদক ও অস্ত্রের কারবার করে সে কয়েক বছরে কোটিপতি বনে গেছে। মালিক হয়েছে একাধিক বাড়ি-গাড়ির। সম্প্রতি সে ভারতে পালানোর চেষ্টা করছিলো। কিন্তু ভিসা জটিলতায় সে দেশ ছাড়তে পারেনি।