মাহমুদ আল আজাদ হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে ৫ রাউন্ড চায়না গুলি ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মামুন(৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।সোমবার(৩০সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে পৌরসভার পশ্চিম দেওয়ান নগর এলাকা থেকে আটক করে পুলিশ উপ-পরিদর্শক এস আই আনিস আল মাহমুদ। এসময় থানার এস আই আবেদ আলী, এ এস আই ইউনুছ ও এ এস আই মহসিন সঙ্গীয় ফোর্স ছিলেন।
আটককৃত মামুন হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়ান নগর (মৌলভী পাড়া)’র ও উপজেলা জাতীয় পার্টির নেতা মহিবুল হকের পুত্র। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি ও মাদক দ্রব্য আইনে ২ টি মামলা রুজু হয়েছে।যার নং( ২,৩)১-১০-১৯ইং।
অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামুনকে ৫রাউন্ড চায়না গুলি ও ৫০পিস ইয়াবা সহ রাত সোয়া ১টার দিকে পৌরসভার আবুল বাশার পোষ্ট মাষ্টারের বাড়ীর সামনে থেকে আটক করি। তার বিরোদ্ধে থানায় মাদক ও অস্ত্র ২টি মামলা দায়ের হয়েছে।সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, আটককৃত ব্যক্তির বিরোদ্ধে আগেও মাদকের ৩টি মামলা রয়েছে। তাকে দুপুরে আদালাতে প্রেরন করা হয়েছে।