অনলাইন ডেস্ক:
পুলিশ প্রশাসনে রদবদল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা জেলার পুলিশ সুপারিনটেনডেন্টের দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াকে নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে আর ডিএমপির উপ-কমিশনার মো. তৌহিদুল ইসলামকে গাইবান্ধার এসপি করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। শিল্প পুলিশের সুপার মো. জাহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।