মোর্শেদ আলম:
গুজব, ডেঙ্গু প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্য হতে হবে। গুজব মাদকের মতোই একটি পরিবারকে ধ্বংস করে দেয়। আপনারা গুজবে কান দেবেননা। গুজব রটাবেননা। যারা গুজব রটায় তাদের বিরুদ্ধে স্বজাগ থাকবেন। শুক্রবার জুময়ার নামাজের পূর্বে টোরাগড় দক্ষিণ পাড়া জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের গুজব, ডেঙ্গু প্রতিরোধ, মাদক, বাল্য বিয়ে ও জঙ্গীবাদ প্রসঙ্গে সচেনতার উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন রনি।
এ সময় তিনি বলেন, ডেঙ্গ জ¦র থেকে মুক্তির জন্য আপনার বাড়ীর আশ-পাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বৃষ্টির পানি যেনো জমে না থাকে। বাড়ীর আশে-পাশের ঝোঁপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, স্কুল কলেজে যাতায়াতের সময় মেয়েদেরকে যারা ইভটিজিং করে তাদের বিরুদ্ধেও আপনারা সচেতন হতে হবে।