অনলাইন ডেস্ক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার নাম ফাতেমা আক্তার সোনিয়া (২৬)।
সোমবার (১২ আগস্ট) ভোরে রাজধানীর আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাতেমা আক্তার কুমিল্লার হোমনা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং সদরের সরকার বাড়ির মাস্টার মো. মোকবল হোসেনের মেয়ে।
ফাতেমার বাবা মোকবল হোসেন বলেন, বেশ কয়েকদিন ধরে আমি ডেঙ্গুতে অসুস্থ থাকায় মেয়ে ফাতেমা ঢাকায় অবস্থান করছিল। পরবর্তীতে ফাতেমাও ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে আনোয়ার খান মডেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ (সোমবার) ভোর ৪টার দিকে মারা যায় ফাতেমা। কিন্তু আমি এখনো হাসপাতালে ভর্তি রয়েছি।