ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে জ’বা’ই করে পাশে বসে কোরআন শরীফ পড়ছিলেন স্বামী, অত:পর

ছবি-সংগৃহিত।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী রব মিয়া কর্তৃক স্ত্রী সুলেখা (৪০)-কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪জন কন্যা সন্তানের জননী। অপরদিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন আজ বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পান যে, নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি ও পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে আছেন।

এলাকাবাসী জানান, রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন-যাপন করছেন। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে শত শত মানুষ ভিড় করে এবং পুলিশ ও স্থানীয় মিডিয়াকে জানায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে নিহতের মরদেহের পাশে ওই অবস্থায় দেখতে পায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার ওসি এনায়েত হোসেনসহ সঙ্গীয় পুলিশ ও মিডিয়া কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিল।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

সম্পাদক ও প্রকাশক:
মোঃ মহিউদ্দিন আল আজাদ

মোবাইল : ০১৭১৭-৯৯২০০৯ (নিউজ) বিজ্ঞাপন : ০১৬৭০-৯০৭৩৬৮
ইমেইলঃ notunerkotha@gmail.com

সর্বাধিক পঠিত

সমকামিতার অভিযোগে চাঁদপুরে দুই কিশোরী পুলিশে সোপর্দ

স্ত্রীকে জ’বা’ই করে পাশে বসে কোরআন শরীফ পড়ছিলেন স্বামী, অত:পর

আপডেট: ১১:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী পশ্চিমপাড়া গ্রামে স্বামী রব মিয়া কর্তৃক স্ত্রী সুলেখা (৪০)-কে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে।

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে এবং ৪জন কন্যা সন্তানের জননী। অপরদিকে ঘাতক স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির লোকজন আজ বুধবার সকালে নিহতের ঘরে গিয়ে দেখতে পান যে, নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার স্বামী রক্তমাখা ধারালো ছুরি ও পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে আছেন।

এলাকাবাসী জানান, রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন-যাপন করছেন। এ খবর জানাজানি হলে নিহতের বাড়িতে শত শত মানুষ ভিড় করে এবং পুলিশ ও স্থানীয় মিডিয়াকে জানায়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামীকে নিহতের মরদেহের পাশে ওই অবস্থায় দেখতে পায়।

এ রিপোর্ট লিখা পর্যন্ত থানার ওসি এনায়েত হোসেনসহ সঙ্গীয় পুলিশ ও মিডিয়া কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছিল।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘সংবাদ পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’